তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১ হাজারের বেশি। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপে আটকে থাকার আশঙ্কা। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ভূমিকম্পে এখন পর্যন্ত ২১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। ধ্বংসস্তূপের স্তূপ সরিয়ে বের করে আনা হচ্ছে একের পর মৃতদেহ। একই সঙ্গে খারাপ আবহাওয়ার কারণে ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। রাতে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যাওয়ায় ত্রাণ ও উদ্ধারকার্য বন্ধ রাখতে হচ্ছে।
তুরস্ক-সিরিয়াকে সাহায্য করতে এগিয়ে এল বিশ্বব্যাংক তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছে বিশ্বের একাধিক দেশ। এখন পর্যন্ত ৭০টির বেশি দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বিশ্বব্যাংক তুরস্ককে ১.৭৮ বিলিয়ন ডলার অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে। আমেরিকা উভয় দেশকে ৮৫ মিলিয়ন ডলার আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে।
৬ ই ফেব্রুয়ারি, ভোররাতে তুরস্কে ৮.৭ মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দক্ষিণ তুরস্কের গাজিয়ানটেপ। যদিও এর তীব্রতা এত বেশি ছিল যে সিরিয়াতেও এর প্রভাব দেখা গেছে। উদ্ধারকাজ যেমন এগিয়ে চলেছে, মৃতের সংখ্যাও বাড়ছে। ধ্বংসস্তূপের স্তূপ থেকে মৃতদেহ উদ্ধারের প্রক্রিয়া এখনও চলছে।
তুরস্ক ও সিরিয়াকে সাহায্য করতে ভারত 'অপারেশন দোস্ত' অভিযান শুরু করেছে। উদ্ধার অভিযানে ভারত থেকে ৩টি NDRF টিম তুরস্কে পৌঁছেছে। এনডিআরএফ ডিরেক্টর অতুল কারওয়াল বলেছেন, ভারত তুরস্কে চারটি বিমান পাঠিয়েছে, দুটিতে এনডিআরএফ দল এবং দুটি সি-17 মেডিকেল টিম উদ্ধার অভিযানে ইতিমধ্যে অংশ নিয়েছে। তিনি বলেন, আমরা সিরিয়ায় চিকিৎসা সামগ্রী ও সরঞ্জামসহ একটি সি-১৩০ বিমান পাঠিয়েছি।