উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের হিংসা। একমাসের বেশি সময় পেরিয়েছে, কিছুতেই রোখা যাচ্ছে না অশান্তি। এবার হিংসার কবলে কেন্দ্রীয় মন্ত্রী আর কে রঞ্জন। ইম্ফলে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী আর কে রঞ্জন সিংয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা।
প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন,'ঘটনার সময় কেন্দ্রীয় মন্ত্রী বাড়িতে ছিলেন না'। ঘটনার পরই মন্ত্রীর বক্তব্য সামনে এসেছে। তিনি এক বিবৃতিতে বলেন, 'এটা অমানবিক, এই ধরণের ঘটনা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। রাজ্যের মানুষের কাছে আমার অনুরোধ রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করুন।
ইম্ফলে কারফিউ থাকা সত্ত্বেও এই ধরণের ঘটনা সামনে আসতে প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন। মন্ত্রীর বাসভবনে নিরাপত্তা কর্মী মোতায়েন থাকার পরও কীভাবে ঘটল অগ্নিসংযোগের ঘটনা? তা খতিয়ে দেখছেন পুলিশের শীর্ষ আধিকারিকরা।কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। গতমাসেও মন্ত্রীর ওপর একই ধরনের হামলা হয়েছিল। মে মাসে হামলার সময় নিরাপত্তাকর্মীরা জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি চালায়।