নিপা ভাইরাসের জেরে কেরলে চূড়ান্ত আতঙ্ক। ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দু'জনের মৃত্যুর খবর মিলেছে। শুক্রবার কেরলের কোঝিকোড়ে নিপা ভাইরাস সংক্রমণের আরও একটি ঘটনা সামনে এসেছে।
এবার ভাইরাসের থাবায় বছর ৩৯-এর এক ব্যক্তি। তাঁর দেহে মিলেছে ভাইরাসের অস্তিত্ব। আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। রাজ্যে এটি নিপা ভাইরাসের পঞ্চম এবং সর্বশেষ ঘটনা। এই ব্যক্তি ছাড়াও ভাইরাসে আক্রান্তদের মধ্যে নয় বছরের একটি শিশুও রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
কোঝিকোড়ে সংক্রমণ মাথা চাড়া দিতেই সতর্ক প্রশাসন। নয়টি পঞ্চায়েত এলাকাকে কন্টেনমেন্ট জোন বলে ঘোষণা করা হয়েছে। নিপা ভাইরাস সংক্রমণের জেরে কোঝিকোড়ের সমস্ত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। ১১টি নমুনা রাজ্য সরকার পরীক্ষার জন্য পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠিয়েছে। এর কোনোটিতেই নিপা ভাইরাসের সংক্রমণ মেলেনি।
কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেছেন 'কেন্দ্রীয় বিশেষজ্ঞ কমিটির সঙ্গে ভাইরাস মোকাবিলার নানান উপায় নিয়ে আলোচনা চলছে। একটি মোবাইল BSL-3 (বায়োসেফটি লেভেল-3) ল্যাবও কোঝিকোড় জেলায় পাঠানো হয়েছে যাতে নমুনাগুলি গ্রাউন্ড জিরোতেই পরীক্ষা করা যায়'। রাজস্থান সরকার ইতিমধ্যে রাজ্য স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।