Advertisment

লিফটে পোষ্য, দেখেই মহিলাকে সপাটে থাপ্পড়় অবসরপ্রাপ্ত আইএএস অফিসারের, ভাইরাল হুলস্থূল ভিডিও

এই পরিস্থিতিতে ওই আবাসনের কিছু বাসিন্দা ও একজন নিরাপত্তারক্ষীকে হস্তক্ষেপ করতে দেখা যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Retired IAS officer slaps woman over her pet dog inside lift at Noida , লিফটে পোষ্য, দেখেই মহিলাকে সপাটে থাপ্পড়় অবসরপ্রাপ্ত আইএএস অফিসারের, ভাইরাল হুলস্থূল ভিডিও

থাপ্পড় কাণ্ডের চরম মুহূর্তের ছবি।

প্রাণের পোষ্যকে নিয়ে আবাসনের লিফটে উঠেছিলেন দম্পতি। পরে, সেই লিফটেই ওঠেন ওই আবাসনেই বসবাসকারী এক অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। লিফটে পোষ্যকে দেখেই চটে লাল হয়ে যান ওই অবসরপ্রাপ্ত আমলা। তারপরই হুলস্থূল কাণ্ড। সেই ভিডিও ভাইরাল হয়েছে।

Advertisment

সোমবার সন্ধ্যায় নিজেদের পোষ্য কুকুরকে লিফটের ভিতরে নিয়ে যাওয়া নিয়ে নয়ডায় একটি হাউজিং সোসাইটির লিফটের ভিতরে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার এবং এক দম্পতির মধ্যে ঝগড়া শুরু হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে নয়ডা সেক্টর ১০৪-এর পারক্স লরিয়েট সোসাইটিতে সন্ধ্যা ৬টা নাগাদ।

ঘটনার একটি ভিডিও, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, লিফটে মহিলা এবং অবসরপ্রাপ্ত আমলার মধ্যে তীব্র ঝগড়া হচ্ছে। লিফট যাতে না চলে তাই উভয়েরই একটি করে পা রয়েছে দরজার বাইরে। এসবের মধ্যেই অবসরপ্রাপ্ত আইএএস অফিসার ফোন ঘাঁটছেন। এরপরই দেখা যায়, মহিলা ওই প্রাক্তন আমলার ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন, লিফট থেকে বেরিয়ে দৌড় দিয়েয়েছেন।

ছাড়বার পাত্র নয় ওই অবসরপ্রাপ্ত আমলাও। মহিলাকে ধরে ফেলেন তিনি। ফোনটি কোনওক্রমে নিয়ে নেয় মহিলার থেকে। তারপর মহিলাটিকে সপাটে চড় মারেন।

মহিলার স্বামী অবসরপ্রাপ্ত অফিসারকে মারধর করেছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ওই আবাসনের কিছু বাসিন্দা ও একজন নিরাপত্তারক্ষীকে হস্তক্ষেপ করতে দেখা যায়।

নয়ডার এসিপি রজনীশ ভার্মা জানিয়েছেন যে, তারা সোমবার সন্ধ্যায় ঘটনার বিষয়ে একটি পিসিআর কল পেয়েছেন এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। দু'তরফই একটি আবাসনের বৈঠকে নিজেদের মধ্যে বিবাদ মিমাংসা মিটিয়ে ফেলেছেন, কোনও অভিযোগ দায়ের হয়নি। এখন সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে।

Noida
Advertisment