৭০ বছরের মধ্যে প্রথমবার এক ভারতীয় বিচারপতি পাকিস্তানের এক আদালতের বেঞ্চের শরিক হলেন। তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি মদন বি লোকুর। যদিও তিনি বর্তমানে অবসর গ্রহণ করেছেন। শুক্রবার তিনি ৪৫ মিনিট ধরে পাক আদালতে বিচারপতির ভূমিকা পালন করেন। এই সময়ের মধ্যে তিনটি মামলা শুনেছেন তিনি। প্রথমটি একটি শাস্তির বিরুদ্ধে আবেদন, দ্বিতীয়টি একটি জামিনের আবেদন এবং তৃতীয়টি একটি সিভিল মামলা।
পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতি আসিফ সইদ খান খোসা এবং বিচারপতি মনসুর আলি শাহর বেঞ্চের সঙ্গে এদিনে বেঞ্চে শরিক হন তুর্কি, নাইজেরিয়া এবং কানাডার প্রাক্তন ও বর্তমান বিচারপতিরা।
বিচারপতি লোকুর এবং তাঁর স্ত্রী সবিতা লোকুর জানিয়েছেন, প্রতিবেশী দেশে তাঁদের অভ্যর্থনা ছিল অভূতপূর্ব। মদন লোকুর জানান, ”আদালতের পরিবেশ ছিল চমৎকার এবং সেখানে ভিড় ছিল না। ভারতের মতই এখানেও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশ অবাধ।”
২০০৪ সাল থেকেই পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খোসার সঙ্গে নিবিড় বন্ধুত্ব বিচারপতি লোকুরের। সে সময়ে লাহোর হাইকোর্টের বিচারপতি ছিলেন খোসা এবং দিল্লি হাইকোর্টের বিচারপতি ছিলেন লোকুর। খোসা সম্পর্কে বিচারপতি লোকুর বলেছেন ”তিনি একজন চমৎকার মানুষ এবং চমৎকার বিচারপতিও।”
বিচারপতি লোকুর ওয়াগা সীমান্ত দিয়ে বৃহস্পতিবার পাকিস্তান যান। এ পথ দিয়েই দেশে ফেরার কথা তাঁর।
গত ৪ জানুয়ারি মদন লোকুরকে ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে এই পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বিচারের কোনও সীমান্ত হয় না“।
Read the Full Story in English