Advertisment

সুশান্তকাণ্ড: মিডিয়া ট্রায়ালের অভিযোগ জানিয়ে ফের সুপ্রিম কোর্টে রিয়া

সুশান্তের মৃত্য়ুতে তাঁকে দোষী সাব্য়স্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন রিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
Rhea Chakraborty

ছবি: ইনস্টাগ্রাম

সুশান্ত সিং রাজপুতের মৃত্য়ুকাণ্ডে আবারও সুপ্রিম কোর্টে গেলেন বান্ধবী রিয়া চক্রবর্তী। মিডিয়া ট্রায়ালের অভিযোগ তুলে নতুন করে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন অভিনেত্রী। সুশান্তের মৃত্য়ুতে তাঁকে দোষী সাব্য়স্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন রিয়া। একইসঙ্গে সুশান্তের বান্ধবী সুপ্রিম কোর্টে বলেছেন, তদন্তভার সিবিআই নেওয়ায় তাঁর কোনও আপত্তি নেই।

Advertisment

বিহার পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে রিয়া বলেছেন, 'রাজনৈতিক চাপে' নিজেদের এক্তিয়ার লঙ্ঘন করছে বিহার পুলিশ। উল্লেখ্য়, বিহারে রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা। এরপরই সুশান্তকাণ্ডের তদন্তে মুম্বইয়ে আসে বিহার পুলিশের দল। এদিকে, এফআইআর মামলা মুম্বইয়ে স্থানান্তরিত করার আর্জি জানিয়ে শীর্ষ আদালতে যান রিয়া।

আরও পড়ুন: সাবাশ! বিদেশ থেকে ফেসবুকের ফোনে ভারতে আত্মহত্যা রুখল পুলিশ

অন্য়দিকে, সুশান্তকাণ্ডের তদন্তে এদিনও আবার ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন রিয়া ও তাঁর পরিবারের সদস্য়রা। আর্থিক তছরুপের মামলায় তদন্ত চালাচ্ছে ইডি। এদিন সকাল ১১টা নাগাদ ইডি দফতরে পৌঁছোন রিয়া, তাঁর ভাই শৌভিক ও বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী। ইডি দফতরে যান রিয়া ও সুশান্তের বিজনেস ম্য়ানেজার শ্রুতি মোদীও।

এদিকে, সিবিআই তদন্তে নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনায় মুখর হয়েছে শিবসেনা। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, সুশান্ত মৃত্য়ুর তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দিয়ে রাজ্য়ের স্বায়ত্তশাসনে আঘাত হেনেছে কেন্দ্র। পাশাপাশি মুম্বই পুলিশকে অপমান করা হয়েছে বলে তাঁর দাবি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment