স্ত্রী অক্ষতা মূর্তির ব্যবসায়িক স্বার্থ ইস্যুতে এবার তদন্তের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বিরোধী দল গতমাসে সুনাকের বিরুদ্ধে এই অভিযোগ তুলে ধরেছে। জানিয়েছে, এই ব্যাপারে তারা বিস্তারিত জানতে চায়। আর, হাউস অফ কমন্স কমিটির প্রধানদের সমন্বয়ে গঠিত লিয়াজঁ কমিটির কাছে যাতে সুনাক বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন, সেই দাবি জানিয়েছে।
বিষয়টি একটি চাইল্ড কেয়ার ফার্মকে ঘিরে। ওই চাইল্ড কেয়ার ফার্মে অক্ষতা মূর্তির ব্যবসায়িক স্বার্থ জড়িত। সুনাকের বাজেট নীতিতে সেই স্বার্থ উপকৃত হবে বলেই বিরোধীদের অভিযোগ। তাঁদের দাবি, সুনাক ব্রিটিশ পার্লামেন্টে যে নিরপেক্ষ থাকার শপথ নিয়েছেন, চাইল্ড কেয়ার ফার্মের ঘটনায় তা লঙ্ঘিত হয়েছে। যাইহোক, ব্রিটেনের পার্লামেন্টারি কমিশনার ফর স্ট্যান্ডার্ডস সুনাকের বিরুদ্ধে তদন্তটি করবেন।
ব্রিটেনের পার্লামেন্টারি কমিশনার ফর স্ট্যান্ডার্ডস, হাউস অফ কমন্সের একজন স্বতন্ত্র কর্তা। তিনি পার্লামেন্টের ব্রিটিশ সদস্যরা 'আচরণবিধি'-ভঙ্গ করেছেন কি না, তা খতিয়ে দেখেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর অবশ্য ইতিমধ্যেই সুনাকের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। বৃহস্পতিবার বছর ৪২-এর সুনাকের কার্যালয়, অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস জানিয়ে দিয়েছে, কোনও অনিয়ম হয়নি। বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী কোনও নিয়মই ভঙ্গ করেননি।
এই বাজেটের সঙ্গে প্রধানমন্ত্রীর কী স্বার্থ, তা স্বচ্ছতার সঙ্গে ঘোষণা করা হয়েছে। তবে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতরের দাবি বা ডাউনিং স্ট্রিটের দাবি সত্যি কি না, তা ব্রিটিশ পার্লমেন্টারি আইনের ৬নং অনুচ্ছেদের আওতায় তদন্ত করে দেখবেন ব্রিটেনের পার্লামেন্টারি কমিশনার ফর স্ট্যান্ডার্ডস। ব্রিটিশ পার্লামেন্টারি আইনের যে ৬নং অনুচ্ছেদের আওতায় তদন্ত হবে, তাতে বলা আছে, 'সদস্যদের অবশ্যই হাউস বা এর কমিটির যে কোনও কার্যপ্রণালীতে এবং মন্ত্রী, সদস্য, সরকারি কর্মকর্তা বা সরকারি আধিকারিকদের সঙ্গে যে কোনও যোগাযোগের ক্ষেত্রে প্রাসঙ্গিক স্বার্থ ঘোষণা করার ব্যাপারে খোলামেলা হতে হবে।'
আরও পড়ুন- বিশেষ বিবাহ আইনে সমকামী বিয়ের অনুমতি দেওয়া যায়? বিবেচনা করবে সুপ্রিম কোর্ট
বিবিসির দাবি অনুযায়ী, এই তদন্তটি সুনাকের স্ত্রীর কোরু কিডস লিমিটেডের স্বার্থের সঙ্গে জড়িত। এই কোরু কিডস লিমিটেড ব্রিটিশ সরকারের এক পাইলট প্রকল্প থেকে উপকৃত হতে পারে। গত মাসে স্থানীয় বাসিন্দাদের শিশু মনোভাবাপন্ন হতে উদ্বুদ্ধ করার জন্য বসন্তকালীন বাজেটে এই নতুন প্রকল্প ঘোষণা করেছিল সুনাকের সরকার।