/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-5.jpg)
দশ দিনেরও কম সময়ে প্রাইভেট জেটে ব্যয় ৫লক্ষ পাউণ্ড
দশ দিনেরও কম সময়ে প্রাইভেট জেটে ব্যয় ৫লক্ষ পাউণ্ড, ঋষি সুনাকের খরচের বহরে চমকে উঠলো তামাম বিশ্ব। সরকারি তথ্য অনুসারে দেখা গেছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এক সপ্তাহের মধ্যে প্রায় ৫ লাখ পাউন্ড খরচ করে ব্যক্তিগত জেটে বিদেশ ভ্রমণ করেছেন। বিরোধীরা এই বিপুল পরিমাণ ব্যয় প্রসঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রী নিন্দায় সরব হয়েছেন।
ডেটা অনুসারে জানা গিয়েছে নভেম্বরে COP27 শীর্ষ সম্মেলনে যোগ দিতে একদিনে মিশর সফরে প্রাইভেট জেট ভ্রমণের খরচ ছিল ১০৭,৯৬৬ পাউণ্ড। ১৩ থেকে ১৭ নভেম্বর তিনি ইন্দোনেশিয়ার বালিতে G20 শীর্ষ সম্মেলন সফরে যান যার খরচ ছিল ৩৪০,০০০ পাউণ্ডের বেশি। এরপর ব্রিটিশ সেনা ক্যাম্পে পরিদর্শনে লাটভিয়া এবং এস্তোনিয়ায় একদিনের সফরে খরচ হয়েছে ৬২ হাজার পাউণ্ডের বেশি। লিবারেল ডেমোক্র্যাটের তরফে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই বিপুল খরচ প্রসঙ্গে বলা হয়েছে “করদাতাদের অর্থের অপচয়”। পাশাপাশি বলা হয়েছে “কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী যখন সাধারণের ধরা ছোঁয়ার বাইরে”!
This is a shocking waste of taxpayer’s money at a time when most people are struggling to pay their bills or put food on the table.
Yet again this Conservative government is completely out of touch. pic.twitter.com/3BvtyLdhj8— Liberal Democrats (@LibDems) March 31, 2023
তথ্যে আরও দেখা গেছে যে প্রধানমন্ত্রীর থাকা, খাওয়া ভিসা সহ অন্যান্য খরচ প্রায় আরও ২০ হাজার পাউন্ড। ১০ ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র এপ্রসঙ্গে দ্য গার্ডিয়ানকে বলেন, “প্রধানমন্ত্রী হিসাবে তার প্রাথমিক ভূমিকার মধ্যে রয়েছে দ্বিপাক্ষিক সফরকালীন সময় বিশ্ব নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করা এবং নিরাপত্তা, প্রতিরক্ষা এবং বাণিজ্য সহ আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করা”।