Advertisment

ইজরায়েল পৌঁছালেন ঋষি সুনাক, যুদ্ধ নিয়ে নীরবতা ভাঙল চিন

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক তেল আভিবে পৌঁছেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
israel, israel war, israel war news, israel hamas war, israel war live, gaza attack live, israel hamas war news, hamas attack, israel hospital attack, rishi sunak, joe biden, benjamin netanyahu, humanitarian aid to gaza",

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক তেল আভিবে পৌঁছেছেন

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক তেল আভিবে পৌঁছেছেন, শি জিনপিং  বলেছেন – ‘যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ শেষ হওয়া উচিত’।

Advertisment

আজ ইজরায়েল-হামাস যুদ্ধের ১৩তম দিন। এই যুদ্ধে এ পর্যন্ত মোট  ৪,৯০০ জনের নিহত হওয়ার খবর মিলেছে। গাজায় মানবিক সংকট দেখা দিয়েছে। সেখানে মানুষ খাবার বা বিশুদ্ধ জলটুকু ও পাচ্ছে না। এর মাঝেই আজ ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক (UK PM Rishi Sunak Israel Visit) ইজরায়েল পৌঁছেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সফর শেষে আজ ইজরাইল পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এই সফরের মাধ্যমে তিনি বিশ্বকে বার্তা দিতে চলেছেন যে যুদ্ধের মাঝে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে ব্রিটেন।

বুধবার জো বাইডেন ইজরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে  দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকের পর তিনি বলেন, আমেরিকা ইজরাইলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে তিনি বলেন সন্ত্রাসবাদী সংগঠন হামাস প্যালেস্তাইনে প্রতিনিধিত্ব করে না।

৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত মোট ৪৯০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। হামাসের হামলায় ১৪০০ জনেরও বেশি ইজরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে। একই সময়ে গাজা উপত্যকায় ৩ হাজার ৪৭৮ জনের মৃত্যু হয়েছে।

  গাজার নাগরিকদের সাহায্যে এগিয়ে এসেছে রাশিয়া

রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৃহস্পতিবার বলেছেন যে গাজার মানবিক সঙ্কটের বিষয়ে রাশিয়া তুরস্কের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করছে, তিনি আরও বলেন, গাজা সংকটের জন্য ইরানকে দায়ি করার চেষ্টা উসকানিমূলক।

শি জিনপিং বলেছেন- হামাস ইজরায়েল যুদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব শেষ হওয়া উচিত

ইজরায়েল-হামাস যুদ্ধ নিয়ে অবশেষে নীরবতা ভেঙেছে চিন। বৃহস্পতিবার চিনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধ শেষ হওয়া উচিত।

ঋষি সুনাক তেল আবিব পৌঁছেছেন

ইজরায়েলের রাজধানী তেল আবিব পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করবেন।

মালালা ইউসুফজাই প্যালেস্তাইন জনগণকে আর্থিক সহায়তা প্রদান করেছেন

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি বলেছেন, "আমি গাজার আল-আহলি হাসপাতালে বোমা হামলা দেখে আতঙ্কিত এবং দ্ব্যর্থহীনভাষায় আমি এর নিন্দা জানাচ্ছি। আমি ইজরায়েলি সরকারকে গাজায় মানবিক সাহায্যের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি এবং যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করছি।"  তিনি যোগ করেছেন, "আমি তিনটি দাতব্য সংস্থাকে $ 300,000 দান করছি যারা হামলার শিকার হওয়া প্যালেস্তাইনের সাধারণ জনগণকে সাহায্য করছে।

Israel-Palestine clash Rishi Sunak
Advertisment