/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/rajballabh.jpg)
রাজবল্লভ যাদব। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
কিশোরী ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাবাসের সাজা হল আরজেডি বিধায়কের। ২০১৬ সালে নালন্দার এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে রাজবল্লভ যাদব নামের ওই আরজেডি নেতাকে যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়েছে পাটনার বিশেষ আদালত। উল্লেখ্য, রাজবল্লভকে আগেই দল থেকে সাসপেন্ড করেছেন আরজেডি নেতৃত্ব। অন্যদিকে, এ ঘটনায় আরও দুই অভিযুক্তের যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়েছে আদালত। পাশাপাশি অপর তিন অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।
এ ঘটনায় গত ১৫ ডিসেম্বর অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে আদালত। ধর্ষণ, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা ও পকসো আইনে দোষী সাব্যস্ত করা হয় অভিযুক্তদের। যাবজ্জীবন কারাবাসের সাজার পাশাপাশি রাজবল্লভকে ৬০ হাজার টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন, সোহরাবুদ্দিন ভুয়ো সংঘর্ষ মামলায় ২২ অভিযুক্তকেই ছাড়
অন্যদিকে, জন্মদিনের পার্টিতে নিয়ে যাওয়ার বাহানায় ওই কিশোরীকে রাজবল্লভের বাড়িতে নিয়ে গিয়েছিল রাধা দেবী ও সুলেখা দেবী। তাদেরও যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়েছে আদালত। রাধা দেবী ও সুলেখা দেবীকে ৩০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। কিশোরীকে যাদবের বাড়িতে পাঠানোর জন্য ওই দুই মহিলাকে সাহায্য করেছিল টুসি দেবী, ছোটি কুমার ও সন্দীপ সুমন। তাদের ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ জারি করেছে আদালত।
আদালতের রায় প্রসঙ্গে রাজবল্লভ বলেন, ‘‘আদালতের রায় একপেশে। ধর্ষণের অভিযোগের সমর্থনে কোনও প্রমাণ মেলেনি। আইনের উপর আমার ভরসা আছে। এই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাব।’’
Read the full story in English