The Indian Express-এর প্রতিষ্ঠাতাকে অনন্য সম্মান! 'অমলতাশ মার্গে'র নাম বদলে 'রামনাথ গোয়েঙ্কা মার্গ'

নিউ ওখলা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি' এই বিষয়ে ইতিমধ্যেই চূড়ান্ত সিলমোহর দিয়েছে

নিউ ওখলা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি' এই বিষয়ে ইতিমধ্যেই চূড়ান্ত সিলমোহর দিয়েছে

author-image
IE Bangla Web Desk
New Update
"Ramnath Goenka Marg, Noida, , Ramnath Goenka, New Okhla Industrial Development Authority, Amaltash Marg, Delhi news, New Delhi, Indian Express, current affairs

'অমলতাশ মার্গে'র নাম বদল করে রাখা হয়েছে 'রামনাথ গোয়েঙ্কা মার্গ'। 'নিউ ওখলা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি' এই বিষয়ে ইতিমধ্যেই চূড়ান্ত সিলমোহর দিয়েছে। নয়ডার সেক্টর ১০-এ অবস্থিত 'ইন্ডিয়ান এক্সপ্রেসের সদর দফতর'। আর সেই জায়গার নাম বদলে এবার থেকে হয়েছে 'রামনাথ গোয়েঙ্কা মার্গ'।

Advertisment

গত ২৮ শে ফেব্রুয়ারি এই বিষয়ে কর্তৃপক্ষ একটি আদেশ জারি করে, যেখানে বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ইন্দু প্রকাশ সিং বলেছেন, “শিল্প উন্নয়ন বিভাগ থেকে প্রাপ্ত চিঠির পরিপ্রেক্ষিতে 'গভর্নিং বডি' 'অমলতাশ মার্গে'র নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। নয়ডার সেক্টর ১০-এ 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস' অফিসের সামনের রাস্তা 'রামনাথ গোয়েঙ্কা মার্গ' হিসাবে নামাঙ্কিত করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।”

১৯০৪ সালে 'দারভাঙ্গায়' জন্মগ্রহণ করেন রামনাথ গোয়েঙ্কা। পরে ব্যবসার তাগিদে তিনি চেন্নাই যান। ১৯৩২ সালে, 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস' চালু করেন তিনি। রামনাথ গোয়েঙ্কা নিশ্চিত করেছিলেন, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এমন একটি সংবাদপত্র, যা নির্ভীক, বিশ্বাসযোগ্য এবং স্বাধীনসংবাদ পরিবেশনে বদ্ধপরিকর।

Advertisment

গোয়েঙ্কা জরুরী অবস্থা চলাকালীন সময় 'মৌলিক অধিকার' স্থগিত করার প্রতিবাদে মুক্ত গণমাধ্যমের প্রতীক হয়ে ওঠেন। ১৯৮৮ সালে, তিনি রাজীব গান্ধী সরকারের সংবাদপত্রের স্বাধীনতা রোধ করার জন্য মানহানি বিলের বিরোধিতায় নেতৃত্ব দেন। প্রস্তাবিত এই আইন পরে প্রত্যাহার করা হয়েছিল।