Advertisment

পালটা হামলা চালাল ইজরায়েল, যুদ্ধের আতঙ্কে কাঁপছে মধ্যপ্রাচ্য

'যুদ্ধের প্রস্তুতি' ঘোষণা করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্স

author-image
IE Bangla Web Desk
New Update
Gaza attacks,Israil,Hamas

ইজরায়েলে হামাসের হামলার পর হামাসের বিরুদ্ধে 'অপারেশন আয়রন সোর্ডস' ঘোষণা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শনিবার (অক্টোবর ৭) প্যালেস্তাইনি জঙ্গিরা দক্ষিণ ও মধ্য ইজরায়েলে রকেটবর্ষণ শুরু করে। আর, কয়েক ডজন প্যালেস্তাইনি জঙ্গি সীমান্ত পেরিয়ে ইজরায়েলে প্রবেশের চেষ্টা চালায়। এরপরেই যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল। সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, জঙ্গি সংগঠন হামাসের হামলায় অন্তত ১০০ জন ইজরায়েলি নিহত এবং ৭৪০ জনেরও বেশি আহত হয়েছে। প্যালেস্তাইনি জঙ্গিগোষ্ঠী হামাসকে এই আক্রমণের জন্য দায়ী করে, ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা নিশানা করে হামলা চালাতে শুরু করে। সেই হামলায় অন্ততপক্ষে ১৯৮ জন প্রাণ হারিয়েছেন, আহত ১,৬১০ বলেই শেষ পাওয়া খবরে জানা গিয়েছে।

Advertisment

এক বিবৃতিতে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ‘হামাস আজ সকালে একটি গুরুতর ভুল করেছে এবং ইজরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে।’ এদিকে, হামাসের সামরিক শাখার নেতা মোহাম্মদ দেইফ বলেছেন, ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ শুরু করে শনিবার ভোরে ইজরায়েলে ৫,০০০ রকেট নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা ভেবেই সিদ্ধান্ত নিয়েছি।’

ইজরাইল ও প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস বর্তমানে যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে। হামাস ইজরায়েলে ৫ হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে বলেই খবর। যার জেরে ফের মধ্যপ্রাচ্যে যুদ্ধের সাইরেন বেজে উঠেছে। ইজরায়েল হামাসকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে।

ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে শুধু রকেট হামলাই নয়, হামাসের যোদ্ধারা সীমান্ত পেরিয়ে ইজরায়ের অনুপ্রবেশ করেছে। হামাস থেকে ক্রমাগত রকেট ছোড়া হয়েছে। এদিকে, ইজরায়েল এলাকার বাসিন্দাদের ঘর থেকে বাইরে না বেরোনোর আহ্বান জানিয়েছে। ইজরায়েলও হামাসের বিরুদ্ধে রকেট হামলার অভিযোগ এনেছে। ইজরায়েলের বিদেশ মন্ত্রক গাজা উপত্যকার জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে।

হামাস হল প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন। এই সংগঠন বিশ্বের বৃহত্তম জঙ্গি গোষ্ঠী। গাজা অঞ্চলের দুটি প্রধান রাজনৈতিক দলের একটি। বর্তমানে, এটি গাজা উপত্যকায় ২০ লক্ষেরও বেশি প্যালেস্তিনীয়র শাসক। হামাস অবশ্য ইজরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের জন্যও পরিচিত। সামগ্রিকভাবে হামাস, বা কিছু ক্ষেত্রে এর সামরিক শাখা- ইজরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং অন্যান্য দেশগুলোর দ্বারা স্বীকৃত জঙ্গিগোষ্ঠী।

দক্ষিণ ইজরায়েলেও গুলি চালানোর ঘটনা সামনে এসেছে। গাজার দিক থেকে অনুপ্রবেশ রুখতে কঠোর সেনাবাহিনী। হামাস ইজরায়েলে ৫ হাজারের বেশি রকেট নিক্ষেপ করেছে বলে অভিযোগ জানিয়েছে সে দেশ। অনুপ্রবেশ নিয়ে বড় বিবৃতি দিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী। সেনাবাহিনী জানিয়েছে, গাজার দিক থেকে যোদ্ধারা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করেছে ইজরায়েলে। এলাকার মানুষকে ঘরে থাকার জন্য অনুরোধ করছি।

শুধু তাই নয়, 'যুদ্ধের প্রস্তুতি' ঘোষণা করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। একই সময়ে হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ সকালের হামলা ও অনুপ্রবেশকে 'মহান বিপ্লবের দিন' হিসেবে অভিহিত করে একটি বিবৃতি দিয়েছেন। জবাবে, আইডিএফ বলেছে যে হামাস ইজরায়েলি আরবদের কাছে অস্ত্র তুলে নেওয়ার আবেদন করছে এবং আরবদের ইজরায়েলের সীমান্তে হামলায় যোগ দিতে উসকানি দিচ্ছে।

আইডিএফ জানিয়েছে যে আইডিএফ ইজরায়েলি নাগরিকদের প্রদান করতে বদ্ধ পরিকর।  হামলার জন্য চরম মূল্য দিতে হবে সন্ত্রাসবাদী সংগঠন হামাসকে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, গাজা থেকে ইজরায়েলের অনেক আবাসিক এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। গাজা থেকে রকেট হামলার পর ইজরাইলও বিবৃতি জারি করেছে। এই বিবৃতিতে বলা হয়েছে আমরা 'যুদ্ধের জন্য প্রস্তুত'।

এদিকে গাজার এই আক্রমণের পরিপ্রেক্ষিপ্তে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত মাইকেল হারজোগ বলেছেন, আমরা আশা করি বিশ্ব দ্ব্যর্থহীনভাবে হামাসের হামলার নিন্দা করবে'।  তিনি যোগ করেছেন, "ইজরায়েলিরা ধর্মীয় ছুটি উদযাপন করছিলেন সেই সময় এই আক্রমণ চালানো হয়।"

হামাসের রকেট হামলায় মধ্য ও দক্ষিণ ইজরায়েলের বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে

সশস্ত্র গোষ্ঠী হামাস গাজা উপত্যকা থেকে ইজরায়েলি ভূখণ্ডের দিকে রকেট হামলা চালানোর কারণে মধ্য ও দক্ষিণ ইজরায়েলে বিমানবন্দরগুলি বাণিজ্যিক কার্যক্রমের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

হামাসের সঙ্গে লড়াইয়ের ইজরায়েলি মেয়র নিহত হয়েছেন বলেই জানা গিয়েছে।  ইজরায়েলের শায়ার হানেগেভ অঞ্চলের মেয়র ওফির লিবস্টেইন আজ সকালে যুদ্ধে নিহত হয়েছেন। টাইমস অফ ইজরায়েল এই তথ্য জানিয়েছে। মেয়রের কার্যালয় জানিয়েছে "সন্ত্রাসবাদী হামলার সময় একটি শহর রক্ষা করতে গেলে মেয়র নিহত হন"।

ইজরায়েলের জেট বিমানের পালটা হামলা

গাজা উপত্যকায় হামাসের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইজরায়েলের জেট বিমান।  সশস্ত্র গোষ্ঠী হামাস আজ ভোরে রকেট হামলা শুরু করার পর শনিবার ইজরায়েলি বিমান বাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে। ইজরায়েলি বিমান বাহিনী জানিয়েছে, কয়েক ডজন যুদ্ধবিমান হামাসের লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি স্থানে হামলা চালাচ্ছে।  

হামাসের মুখপাত্র মহাম্মদ দেইফ ইজরায়েলের ওপর হামলার দায় স্বীকার করে বলেছেন, ‘বিশ্বের যে কোন প্রান্তে উপস্থিত ফিলিস্তিনি নাগরিকদের ইজরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো উচিত। তিনি বলেন, জেরুজালেমের আল আকসা মসজিদে তাদের হামলার জবাবে আমরা এই হামলা চালিয়েছি’। এদিকে হামাসের বিরুদ্ধে 'অপারেশন আয়রন সোর্ডস' শুরু করেছে ইজরাইল। ইজরায়েলে হামাসের হামলার পর হামাসের বিরুদ্ধে 'অপারেশন আয়রন সোর্ডস' ঘোষণা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

Gaza Attack
Advertisment