/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/manish-chandela-759.jpg)
যোগী আদিত্যনাথের সঙ্গে মণীশ চাণ্ডেলা। ছবি- ট্যুইটার।
দিল্লিতে রোহিঙ্গা শরণার্থীদের শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় নয়া মোড়। রোহিঙ্গাদের শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনার দায় নিয়ে ট্যুইট করলেন বিজেপি যুব শাখার নেতা মণীশ চাণ্ডেলা। রাজধানীতে রোহিঙ্গা শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় ট্যুইটারে প্রকাশ্যে দায় স্বীকার করেছেন মণীশ। যে ঘটনায় নতুন করে অস্বস্তিতে পড়তে হল গেরুয়াশিবিরকে। এতেই শেষ নয়, ওই যুব বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণ।
My criminal complaint against Manish Chandela of BJYM who proudly boasted on social media that he & his associates burnt down the Rohingya camp. No action yet by @DelhiPolice to register case & arrest him & no action by BJP to remove him from party. State of rule of law under BJP pic.twitter.com/aVd8LDSCUO
— Prashant Bhushan (@pbhushan1) April 19, 2018
দেখুন, রোহিঙ্গা রিফিউজি শিবিরে অগ্নিকাণ্ড
চলতি মাসের ১৫ তারিখ #ROHINGYA QUIT INDIA লিখে ট্যুইট করে মণীশ চাণ্ডেলা জানান যে, তাঁরাই এ কাজ করেছেন। যে ট্যুইট দেখে বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। এরপরই নিজের ট্যুইটার অ্যাকাউন্ট ডিলিট করে দেন ওই যুব বিজেপি নেতা। মণীশের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হন বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণ। দিল্লি পুলিশ এ ব্যাপারে কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ জানিয়ে ট্যুইট করেন প্রশান্ত ভূষণ। একইসঙ্গে দলের ওই নেতার বিরুদ্ধে বিজেপি কোনও ব্যবস্থা না নেওয়াতেও ক্ষোভ প্রকাশ করেন ওই বর্ষীয়ান আইনজীবী। মণীশকে দলছাড়া করার মতো কোনও পদক্ষেপ না করায় বিজেপির উপ তোপ দাগেন তিনি।
আরও পড়ুন, মণিপুরে পুলিশের জালে ধৃত রোহিঙ্গা দম্পতি
গত ১৫ এপ্রিল দক্ষিণ-পূর্ব দিল্লির সরিতা বিহার এলাকায় রোহিঙ্গা শরণার্থীদের কমপক্ষে ৫০টি ঝুপড়ি আগুনে পুড়ে যায় বলে খবর। ওই শিবিরে প্রায় ২৩০ জন শরণার্থী থাকতেন বলে জানা গেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us