নয়া নাগরিকত্ব আইন ও এনআরসি-র বিরুদ্ধে দেশজোড়া বিক্ষোভের মাঝে প্রধানমন্ত্রী দফতর বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং ঘোষণা করেছেন এবার দেশ থেকে রোহিঙ্গাদের প্রত্যর্পণ করা হবে।
Advertisment
জম্মুতে শুক্রবার এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে জিতেন্দ্র সিং বলেছেন, সরকারের পরবর্তী পদক্ষেপ হল রোহিঙ্গাদের প্রত্যর্পণ করা। সরকার এদের কী ভাবে ফেরত পাঠানো যায় সে পদ্ধতিগুলি খতিয়ে দেখছে।
কেন্দ্রীয় মন্ত্রী জোর দিয়ে বলেন, সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল লাগু হবার সঙ্গে সঙ্গেই তা জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলেও কার্যকর হয়েছে।
জম্মুতে প্রচুর রোহিঙ্গার বাসের কথা উল্লেখ করে জিতেন্দ্র সিং বলেন, একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং এদের বায়োমেট্রিকও নেওয়া হবে।
তিনি বলেন, "এরা (রোহিঙ্গারা) তিনটি প্রতিবেশী দেশের ৬টি ধর্মীয় নিপীড়িত সম্প্রদায়ভুক্ত নন। এরা মায়ানমার থেকে এসেছে ফলে নাগরিকত্ব সংশোধনী আইন অনুসারে এরা ভারতীয় নাগরিকত্ব পাবার যোগ্য নয়।"
ভারতে শরণার্থীদের জন্য পৃথক কোনও মর্যাদা নেই এবং এতদিন পর্যন্ত উদ্বাস্তুদের বিষয়টি প্রতিটি আলাদা আালাদা বিষয় হিসেবে দেখা হয়ে এসেছে। ২০১১ সালের শেষ দিকে মায়ানমার সেনার হাতে নিপীড়িত হয়ে রোহিঙ্গা মুসলিমরা ভারতের উত্তরপূর্বে এসে পৌঁছতে শুরু করে।
স্বরাষ্ট্রমন্ত্রকের মতে, ভারতে ১৪ হাজার রোহিঙ্গা উদ্বাস্তু রয়েছে যারা রাষ্ট্রসংঘের মানবাধিকার সনদে পঞ্জীকৃত। এ ছাড়া ভারতে ৪০ হাজার রোহিঙ্গা বেআইনিভাবে বাস করছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সভায় জানান, ২০১৭ সাল থেকে ভারত রোহিঙ্গা সহ ২২ জন মায়ানমারের নাগরিককে ফেরত পাঠিয়েছে।
২০১৭ সালে মায়ানমারের রোহিঙ্গা মুসলিমরা সে দেশের রাখাইন প্রদেশে সন্ত্রাসের জেরে দেশ ছেড়ে পালাতে থাকেন। পার্শ্ববর্তী বাংলাদেশে পালান ৬.৭ লক্ষ, তার আগের বছরগুলিতে মায়ানমার ছেড়েছিলেন প্রায় ২ কোটি ১৩ লক্ষ রোহিঙ্গা।