রাম নবমীতে মারাত্মক দুর্ঘটনা, মন্দিরের ছাদ ধসে সবাই পড়ল কুয়োতে! ইন্দোরের বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে ছাদ ধসে ২৫ জনেরও বেশি পুণ্যার্থী কুয়োয় পড়ে যান। তাঁদের দ্রুত উদ্ধার করা চেষ্টা চালানো হচ্ছে। শেষ পাওয়া খবর অনুসারে ১৮ জনকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান গোটা ঘটনার উপর কড়া নজর রাখছেন। উদ্ধার অভিযানের বিষয়ে কর্মকর্তাদের কাছ প্রতিমুহূর্তেই আপডেট নিচ্ছেন তিনি।কর্মকর্তারা জানিয়েছেন, প্যাটেল নগরের মন্দিরে দুর্ঘটনার পর ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করা হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন মন্দিরের ছাদে ভক্তদের প্রচুর ভিড় জমেছিল এবং ছাদটি অতিরিক্ত ভারের কারণেই ভেঙে পড়ে।
ইন্দোরের বিজেপি সাংসদ শঙ্কর লালওয়ানি বলেছেন, "প্রশাসনের তরফে দ্রুত উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আটকে পড়া সকলকেই বের করে আনাই আমাদের অগ্রাধিকার। যদিও মন্দিরটি অনেক পুরনো মন্দির। কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনই বলা মুশকিল। তদন্ত করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। শেষ পাওয়া খবর অনুসারে এখন পর্যন্ত ৬ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজনও উদ্ধার কাজে সহযোগিতা করছেন।
দুর্ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “আমরা সবাই পূর্ণ শক্তি নিয়ে উদ্ধার অভিযানে নিযুক্ত আছি। আমি অবিরাম যোগাযোগ করছি প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে। এখনও পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা হয়েছে। আরও ১০ জনের বেশি এখনও ভিতরে আটকে রয়েছেন”।