Advertisment

পচা মাংসকাণ্ডে অবশেষে পাকড়াও অন্যতম অভিযুক্ত কওসর

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অন্যতম অভিযুক্ত কওসর আলি ঢাল। গতরাতে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থেকে গ্রেফতার কওসর।

author-image
IE Bangla Web Desk
New Update
ভাগাড় কাণ্ডের শেষ এখনও দেখে নি কলকাতা, দাবি মন্ত্রীর

ভাগাড়ে পচা মাংসকাণ্ডে ধৃত কওসর।

পচা মাংসকাণ্ডের তদন্তে বড়সড় সাফল্য পেল পুলিশ। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অন্যতম অভিযুক্ত কওসর আলি ঢাল। গতরাতে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থেকে তাকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। মোবাইলের টাওয়ার লোকেশন দেখে গোপন আস্তানা থেকে কওসরকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ধৃত ব্যক্তি বাংলাদেশে পালানোর ছক কষেছিল বলে জানা গেছে। ভাগাড়কাণ্ড সামনে আসার পর থেকে দীর্ঘদিন ধরে ফেরার ছিল কওসর। বিমানবন্দর এলাকায় কওসর পচা মাংস সরবরাহ করত বলে অভিযোগ রয়েছে।

Advertisment

পচা মাংস কারবারের হদিশ মেলার পর থেকেই তৎপর হয়েছিল পুলিশ। ভাগাড়চক্রের সক্রিয়তা সামনে আসার পর থেকেই পুলিশের নজরে ছিল কওসর। কওসর নিজে একটি পোলট্রি ফার্মের মালিক বলে জানা গিয়েছিল। কওসরের নাগাল পেলে এ ঘটনায় আরও চাঞ্চল্যকর তথ্য হাতে মিলবে বলেই মনে করছিলেন তদন্তকারীরা। বিভিন্ন রেস্তোরাঁয় মরা মুরগির মাংস সরবরাহের পিছনে কওসরের হাত রয়েছে বলে মনে করা হয়েছিল।

আরও পড়ুন, ভাগাড়ে পচা মাংসকাণ্ডে এবার পুলিশের নজরে একটি পোলট্রি ফার্মের মালিক

এর আগে পচা মাংসকারবারে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে এর আগে গ্রেফতার করেছে পুলিশ। নদিয়ার গয়েশপুর থেকে এক সিপিএম নেতাকেও গ্রেফতার করা হয়েছে। পচা মাংসকারবারের জাল পড়শি বাংলাদেশেও ছড়িয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

rotten meat
Advertisment