ইদে তিনদিন করে ছুটি স্কুলে, বাতিল করা হল রাখি, শিবরাত্রির ছুটি ক্যালেন্ডার দেখেই চটে লাল বিজেপি। একাধিক হিন্দু উৎসবে ছুটতে কাটছাঁট করল বিহারের শিক্ষা দফতর। ক্যালেণ্ডার প্রকাশ্যে আসতে পাটনা থেকে দিল্লি শুরু হয়ে গিয়েছে তুমুল হৈ-চৈ। বিহারের শিক্ষা-দফতর কর্তৃক প্রকাশিত ২০২৪ সালের প্রকাশিত ক্যালেন্ডার ছুটির দিনের তালিকায় বিরাট রদ বদল করা হয়েছে। একাধিক হিন্দু উৎসবের ছুটি বাতিল করা হয়েছে। বিভাগ থেকে জারি করা ক্যালেন্ডারে রাখী, শিবরাত্রি ও জন্মাষ্টমীর ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে ইদে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই নিয়েই নীতীশ সরকারকে নিশানা করেছে বিজেপি।
ছুটির সময় ধর্মীয় বৈষম্য নিয়ে বিহার সরকারকে ইতিমধ্যেই নোটিশ পাঠিয়েছে NCPCR, ৭ দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে পাঠানো হয়েছে এই নোটিশ। কমিশন বিহার সরকারকে একটি নোটিশ জারি করে জানতে চেয়েছে যে কেন স্কুলের বাচ্চাদের ছুটিতে ধর্মীয় বৈষম্য আনা হচ্ছে? কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো বলেছেন যে ছুটির সময় ধর্মীয় কারণে বিহার সরকারের বৈষম্য আন্তর্জাতিক শিশু অধিকার কনভেনশনের পাশাপাশি আরটিই-এর লঙ্ঘন
বিহার সরকারের এই সিদ্ধান্তের পরিপ্তেক্ষিপ্তে বিজেপি সহ সমস্ত রাজনৈতিক দল এর বিরুদ্ধে ফ্রন্ট খুলেছে এবং বিহার সরকারের এই পদক্ষেপকে হিন্দুদের অপমান বলে অভিহিত করেছে। এখন শিশু অধিকার সংরক্ষণের জন্য জাতীয় কমিশন (এনসিপিসিআর) বিষয়টি বিবেচনা করেছে। এ বিষয়ে বিহার সরকারের কাছে ৭ দিনের মধ্যে ব্যাখ্যা চেয়েছে কমিশন। কমিশন স্পষ্ট করে বলেছে, ৭ দিনের মধ্যে জবাব না দিলে আবারও সমন পাঠানো হবে।
কমিশন বিহার সরকারকে একটি নোটিশ জারি করে জিজ্ঞাসা করেছে যে কেন ধর্মীয় কারণে ছুটির সময় স্কুলের বাচ্চাদের প্রতি বৈষম্য করা হচ্ছে? ছুটির দিনে ধর্মীয় কারণে বিহার সরকারের বৈষম্য আন্তর্জাতিক শিশু অধিকার কনভেনশনের পাশাপাশি RTE এর লঙ্ঘন। আগামী বছরের জন্য প্রকাশিত ক্যালেন্ডারে ইদে ছুটি বাড়ানো হয়েছে। আগে মাত্র ২ দিনের ছুটি থাকলেও এখন মুসলিম উৎসবে টানা ৩ দিন বন্ধ থাকবে স্কুল।
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এটিকে ইসলামিক রিপাবলিক অফ বিহার বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, 'মুসলমানদের উৎসবে ছুটি বাড়াতে কোনো আপত্তি থাকত না, যদি সরকার হিন্দুদের উৎসবে ছুটি না কমিয়ে দিত। রাখি, রামনবমী, শিবরাত্রি, জন্মাষ্টমীর ছুটি বাতিল করা হয়েছে। হোলিতে দুই দিন ছুটি দেওয়া হয়েছে এবং দেওয়ালিতে মাত্র একদিন ছুটি দেওয়া হয়েছে'। একই সঙ্গে ইদে মহরমের ছুটি বাড়ানো হয়েছে বলে নীতীশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তিনি।