Advertisment

মুম্বইগামী চলন্ত ট্রেনে এলোপাথাড়ি গুলি, নিহত এক ASI সহ ৪

চলন্ত ট্রেনে এলোপাথাড়ি গুলি, তীব্র আতঙ্কে যাত্রীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
RPF jawan shoots dead 4 persons on Jaipur-Mumbai train

প্রতীকী ছবি।

মুম্বইগামী জয়পুর এক্সপ্রেসে এলোপাথাড়ি গুলি, নিহত ৪। সোমবার ওই ট্রেনের এক আরপিএফ জওয়ান গুলি চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মুম্বই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে পালঘর স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে। চলন্ত ট্রেনে গুলি চালানোর ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে বাকি যাত্রীদের মধ্যে।

Advertisment

রেল সূত্রে জানা গিয়েছে, চেতন নামে আরপিএফ-এর ওই জওয়ান তাঁর স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়েছেন। এএসআই টিকা রামকে গুলিকে কর হত্যার পাশাপাশি আরও তিনজনকে সে গুলি করেছে। এদিকে, চলন্ত ট্রেনে এই ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে বাকি যাত্রীদের মধ্যে।

খবর পেয়ে রেলের পদস্থ কর্তারা ঘটনাস্থলে উদ্দেশে রওনা দিয়েছেন। ট্রেনটি বোরিভ্যালি স্টেশনে পৌঁছোনর পর যাত্রীদের নিরাপদে সরানো হয় কামরা থেকে। অভিযুক্ত ওই আরপিএফ জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। বোরিভ্যালি ও মীরা রোড স্টেশনের মাঝে শুটআউটটি ঘটে। এদিন ট্রেনে ভোরের দিকে গুলির শব্দে ঘুম ভাঙে যাত্রীদের।

রেল সূত্রে জানা গিয়েছে, এদিন এএসআই টিকা রাম-সহ মোট চারজনকে গুলি করে হত্যা করেছে ওই জওয়ান। আতঙ্কে কামরার মধ্যে বাকি যাত্রীরা দৌড়াদৌড়ি শুরু করে দেন। পরে ট্রেনটি স্টেশনে ঢুকলে রেল পুলিশ ওই জওয়ানকে গ্রেফতার করে। বাকি যাত্রীদের নিরাপদে সরানো হয় কামরা থেকে।

indian railway Train RPF Shootout
Advertisment