/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/rrb-exam-7591.jpg)
RRB Group C exam: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে গ্রুপ সির প্রথম স্তরের পরীক্ষায় রেকর্ড সংখ্য়ক পরীক্ষার্থী অংশ নিয়েছেন। পরীক্ষায় বসেছেন ৭৬.৭৬ শতাংশ পরীক্ষার্থী।
সম্প্রতি নিজেদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে রেল মন্ত্রক জানান, আমরা প্রায় ৪৭ লক্ষ পরীক্ষার্থী নিয়ে সফলভাবে CBT প্রথম স্তর সম্পন্ন করেছি। ৬৪,০৩৭ ALP এবং টেকনিশিয়ানের পদে প্রতিযোগিতায় এই প্রথম ৭৬.৭৬ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে। যা RRB-এর ইতিহাসে এই প্রথম। পাশাপাশি ALP/Technician-এর পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ৩২ লক্ষ এবং পরীক্ষায় বসেছেন ৪৭.৪৭ শতাংশ।
We have successfully completed 1st stage CBT for more than 47 lakh candidates, competing for 64,037 ALP & Technician posts, with record attendance of 76.76% in the history of RRBs. Applicants in previous ALP/Technician exam was about 32 lakhs and attendance was 47.47%. pic.twitter.com/ezMojNmoHY
— Ministry of Railways (@RailMinIndia) 5 September 2018
অ্যাসিসটেন্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ানের পদের জন্য় RRB Group C অনলাইন পরীক্ষাটি হয় ৯ অগাস্ট। পরবর্তী স্তরের পরীক্ষাগুলো ১০, ১৩, ১৪, ১৭, ২০, ২১, ২৯, ৩০ এবং ৩১ অগাস্ট। কেরালায় বন্যার কারণে সেখাঙ্কার পরীক্ষা হয় ৪ সেপ্টেম্বর তারিখে।
২৬,৫০২টি আসনের জন্য মার্চে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় ভারতীয় রেলের তরফে, তাদের মধ্যে ১৭,৬৭৩টি আসন লোকো পাইলট এবং ৮,৮২৯টি আসন টেকনিশিয়ানের দের জন্য বরাদ্দ ছিল। এরপর দেখা যায় প্রায় ৪৮ লক্ষ আবেদন জমা পড়েছে ২৬,৫০০টি আসনের জন্য়। এদের মধ্যে মাত্র দেড় লক্ষ প্রার্থী পরীক্ষায় বসেননি।