'ভারতীয় সমাজে মহিলাদের উপর বিধিনিষেধ ইসলামিক আগ্রাসনের কারণে' বোম ফাটালেন আরএসএস আদর্শবাদী নেতা কৃষ্ণ গোপাল।বাল্যবিবাহ, ষড়যন্ত্র, বিধবা বিবাহ নিষিদ্ধকরণ এবং মহিলাদের অশিক্ষার মতো বিষয়গুলি ভারতীয় সমাজে ইসলামিক আগ্রাসনের কারণে। দিল্লি বিশ্ববিদ্যালয়ে নারী ক্ষমতায়নের বিষয়ে বক্তৃতা দিতে গিয়ে কৃষ্ণ গোপাল বলেন ১২ শতকের আগে মহিলারা স্বাধীন ছিলেন এবং ভারতীয় সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
একই সঙ্গে তিনি মহিলাদের পাশ্চাত্য সংস্কৃতির বিরুদ্ধে সতর্ক করে বলেছিলেন যে রান্নাঘর সামলানো একজন বিজ্ঞানী হওয়ার মতোই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, "আসুন মধ্যযুগে ফিরে যাই। খুব কঠিন সময় ছিল… গোটা দেশ দাসত্বের বিরুদ্ধে লড়াই করছিল। মন্দির ভেঙেছে, বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছে, মহিলারা প্রতি পদে বিপদের সম্মুখীন হয়েছে। লাখ লাখ মহিলাকে পাচার করে আন্তর্জাতিক বাজারে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। নারীদের সুরক্ষার জন্য আমাদের সমাজ তাদের ওপর অনেক বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হয়। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে বাল্যবিবাহ শুরু হয়"।
আরও পড়ুন: < ‘বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি থেকে উন্নত ভারত’, দেশ নিয়ে বিরাট আশার কথা শোনালেন মোদী >
এদিনের বক্তৃতায় তিনি বলেন, 'আমাদের দেশের মহিলাদের পশ্চিমী সংস্কৃতির বিরুদ্ধে সাবধান হওয়া উচিত… আমাদের এগিয়ে যাওয়া উচিত… আপনি প্রযুক্তি ব্যবহার করুন, বিমান চালান, জাহাজ পরিচালনা করুন, ISRO তে যান, বিজ্ঞানী, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হন যা খুশি করুন… তবে মনে রাখবেন মহিলারাই হলেন সংসারের নক্ষত্র'। গোপাল আরও উল্লেখ করেছেন যে কীভাবে একটি রান্নাঘর পরিচালনা করা ব্যবসা পরিচালনা করার মতোই গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি উল্লেখ করেন দক্ষিণে ছয় বছরের মেয়েকেও 'মা' বলা হয়।