ডাস্টবিনে পশুর মাংস! কীসের মাংস? গরুর নয় তো? এ নিয়েই গুজব রটেছে দিল্লির মিয়ানওয়ালি নগর এলাকায়। ডাস্টবিনে উদ্ধার হওয়া উদ্বৃত্ত খাবার গরুরই বলে দাবি করেছে বিশ্ব হিন্দু পরিষদ। গরুর দেহের অবশিষ্টাংশ মিলেছে, এই গুজব মুহূর্তেই ছড়িয়ে যায় চারদিকে। যার জেরে বকরি ঈদের পরের দিনই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এ ঘটনার জেরে এলাকায় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, সেদিকে জোর দিতে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বকরি ঈদের পর ডাস্টবিনে গোমাংস মেলার খবর মুহূর্তের মধ্যেই চাউর হয়ে যায়। গুজব রটতেই দিল্লির মিয়ানওয়ালি নগর এলাকায় প্রায় একশো জনের মতো একটা দল জড়ো হয়।
অন্যদিকে, বিশ্ব হিন্দু পরিষদের সদস্যসহ প্রায় ৬০০ জন দিল্লি পুরসভার ওই ডাস্টবিনের কাছে জড়ো হন। ওই ডাস্টবিনেই উদ্বৃত্ত খাবার মিলেছে বলে জানা গিয়েছে। ডাস্টবিনে যে অবশিষ্টাংশ মিলেছে, তা গরুর বলে দাবি করেছেন তাঁরা। এ নিয়ে এলাকায় উত্তেজনার পরিবেশও তৈরি হয়। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই ঘটনাস্থলে পুলিশ যায়। ডাস্টবিন থেকে ওই উদ্বৃত্ত খাবার উদ্ধারও করে পুলিশ।
আরও পড়ুন, গণপিটুনি রুখতে আইনী সংশোধনের পথে কেন্দ্র
এ ঘটনা প্রসঙ্গে ডিসিপি সেজু কুরুভিলা বলেন যে, এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ডাস্টবিন থেকে যা উদ্ধার করা হয়েছে, তার নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। এলাকা থেকে জনতাকে সরানো হয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনার প্রেক্ষিতে এলাকায় যাতে নতুন করে অশান্তি না ছড়ায়, সেজন্য এলাকার একটি মসজিদের সামনেও পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন আরেক পুলিশ আধিকারিক। সকালে যেভাবে এ ঘটনায় গুজব রটার জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে আগাম সতর্কতা নিয়েছে পুলিশমহল।