পুলিশের হাতে আটক নেতা। আচমকাই হাত ছাড়িয়ে দিলেন দৌড়। ভিড়ের মধ্যে ছুটে এক বাড়ির ছাদ থেকে অন্য বাড়ির ছাদে দৌড় দিলেন নেতা। পিছনে পিছনে ছুটল পুলিশ। না! এ কোনও সিনেমার দৃশ্য নয়। বাস্তবে এমনটাই হল দিল্লির জামা মসজিদে।
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে শুক্রবার সকাল থেকেই জমায়েত শুরু হয় দিল্লির জামা মসজিদে। যদিও পুলিশের অভিযোগ ছিল, অনুমতি ছাড়াই এই জমায়েত করেন প্রতিবাদকারীরা। কিন্তু পুলিশি বাধা না মেনেই জামা মসজিদে প্রতিবাদে সামিল হন ভীম সেনা প্রধান চন্দ্রশেখর আজাদ। জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। জামা মসজিদ থেকে যন্তর মন্তরে মিছিল করার কথাও ছিল তাঁদের।
শুক্রবার সকালেই ‘ইনকিলাব জিন্দাবাদ’ এবং ‘সংবিধান সংরক্ষণ করুন’ স্লোগান দিয়ে জামা মসজিদের কাছে বিশাল বিক্ষোভ সমাবেশ করে আন্দোলনকারীরা। বেশ কয়েকজন প্রতিবাদকারী বাবা সাহেব আম্বেদকর, কাঞ্চি রাম এবং ভগত সিংয়ের পোস্টারও নিয়ে আসেন বিক্ষোভমঞ্চে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন ছিল বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। তবে ভীম সেনা প্রধান চন্দ্রশেখর আজাদকে আটক করার পরই উত্তাল হয় পরিস্থিতি। এদিকে পুলিশ আটক করতেই পুলিশের হাত ফস্কেই দৌড় লাগান ভীম সেনা প্রধান।
Read the full story in English