Advertisment

PM Modi Russia Visit: মোদীর আর্জিতে সাড়া পুতিনের, ভারতীয়দের জন্য বড় সিদ্ধান্ত রাশিয়ার

Indian citizens in Russian Army: মঙ্গলবার শীর্ষ সূত্র জানিয়েছে, রাশিয়ান সামরিক বাহিনীতে সহায়তা কর্মী হিসাবে ভারতীয়দের নিয়োগ বন্ধ করার এবং বাহিনীতে যাঁরা এখনও কাজ করছেন তাঁদের দেশে ফেরাতে রাশিয়া ভারতের আহ্বানে ব্যাপকভাবে মনোযোগ দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi Russia Visit 2024, Modi in Russia

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি তুলে ধরেন।

Indian citizens in Russian Army: মঙ্গলবার শীর্ষ সূত্র জানিয়েছে, রাশিয়ান সামরিক বাহিনীতে সহায়তা কর্মী হিসাবে ভারতীয়দের নিয়োগ বন্ধ করার এবং বাহিনীতে যাঁরা এখনও কাজ করছেন তাঁদের দেশে ফেরাতে রাশিয়া ভারতের আহ্বানে ব্যাপকভাবে মনোযোগ দিয়েছে।

Advertisment

জানা গেছে, গত রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি তুলে ধরেন।

মঙ্গলবার মোদী এবং পুতিনের মধ্যে শীর্ষ বৈঠকের পরে রাশিয়ান সেনাবাহিনীতে সহায়তা কর্মী হিসাবে কর্মরত সমস্ত ভারতীয়দের ছাড় দেওয়ার রাশিয়ার সিদ্ধান্তের বিষয়ে একটি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়া এই বিষয়ে ভারতের অনুরোধে ব্যাপকভাবে সম্মত হয়েছে, সূত্র জানিয়েছে।

গত মাসে, বিদেশ মন্ত্রক (MEA) বলেছে যে রাশিয়ান সেনাবাহিনীর সঙ্গে সেবারত আরও দুই ভারতীয় নাগরিক রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে নিহত হয়েছেন, এই ধরনের মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪।

আরও পড়ুন PM Modi Russia Visit: চিনের সঙ্গে মাখোমাখো সম্পর্কের ‘দি এন্ড’! মোদীর সঙ্গে সাক্ষাতে উন্মুখ পুতিন, সম্পর্কের নয়া অধ্যায়?

দুই ভারতীয়র মৃত্যুর পর, নয়াদিল্লি রাশিয়ান সেনাবাহিনীর দ্বারা ভারতীয় নাগরিকদের নিয়োগ বন্ধের দাবি করেছে।

বিদেশ মন্ত্রক আরও বলেছে যে ভারতীয় নাগরিকদের রাশিয়ান সেনাবাহিনীতে কাজ করার বিষয়টি "সর্বোচ্চ উদ্বেগের বিষয়" হিসাবে রয়ে গেছে এবং এটি নিয়ে মস্কোর কাছ থেকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

চলতি বছরের মার্চে, ৩০ বছর বয়সী হায়দরাবাদের বাসিন্দা মহম্মদ আসফান ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ান সৈন্যদের সঙ্গে কাজ করার সময় আহত হয়ে মারা যান।

ফেব্রুয়ারি মাসে, গুজরাটের সুরাটের বাসিন্দা ২৩ বছর বয়সী হেমাল অশ্বিনভাই মাঙ্গুয়া, ডোনেৎস্ক অঞ্চলে "নিরাপত্তা সহকারী" হিসাবে কাজ করার সময় ইউক্রেনের বিমান হামলায় মারা যান।

PM Narendra Modi India Vladimir Putin MEA Russia-Ukraine War
Advertisment