Advertisment

PM Modi Putin Meeting: মোদী-পুতিন বৈঠকে নজর বিশ্বের, ফোকাস কোন কোন বিষয়ে?

দুই দেশের মধ্যে ২৫ বছর ধরে আলোচনা চলছে। তবে এবার তার রাশিয়া সফরের দিকে নজর গোটা বিশ্বের।

author-image
IE Bangla Web Desk
New Update
India-Russia trade, India-Russia military, Narendra modi Russia visit, PM Modis bilateral visit, Modi meets Putin, President Vladimir Putin, Russia Ukraine war, Eastern Economic Forum, Vladivostok, annual bilateral summit, Indian express news

ভিডিএনকেএইচ প্রদর্শনী কেন্দ্রে প্রধানমন্ত্রী মোদী, রাষ্ট্রপতি পুতিন। পিটিআই

PM Modi Putin Meeting: রাশিয়ায় গিয়ে মৃত্যু হয়েছে ২৫ ভারতীয়ের। ভারতীয়দের এ ভাবে ভুল বুঝিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়া নিয়ে তাঁর উদ্বেগের কথা পুতিনকে জানিয়েছেন মোদী। এরপরই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস রুশ প্রেসিডেন্টের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রেমলিনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে ব্যবসা, বাণিজ্য, নিরাপত্তা, কৃষি, প্রযুক্তি, মতো বিভিন্ন ক্ষেত্রে দু দেশের সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে।

Advertisment

এক্স এক পোস্টে মোদী উল্লেখ করেছেন, "আজ ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে ফলপ্রসূ আলোচনা করেছেন। আমাদের আলোচনায় ভারত-রাশিয়া সহযোগিতার ক্ষেত্রে বৈচিত্র্য কে কীভাবে বাড়ানো যায় তার উপায় নিয়ে আলোচনা হয়েছে"। তিনি উল্লেখ করেন যে দুই দেশের মধ্যে ২৫ বছর ধরে আলোচনা চলছে। তবে এবার তার রাশিয়া সফরের দিকে নজর গোটা বিশ্বের।

সন্ত্রাসবাদ যে "ভয়াবহ এবং ঘৃণ্য" তা উল্লেখ করে, প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেছেন যে ভারত ৪০ বছরেরও বেশি সময় ধরে সন্ত্রাসবাদের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদি সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছেন।

মোদী এক্স-এ এক পোস্টে লিখেছেন, "গত ৪০-৫০ বছরে, ভারত সন্ত্রাসবাদের মুখোমুখি হয়েছে। সন্ত্রাসবাদ কতটা ভয়ঙ্কর এবং জঘন্য তা ভারত ভালোভাবেই জানে। আমরা গত ৪০ বছর ধরে সন্ত্রাসবাদের মোকাবিলা করছি। আমি সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানাই,”
যুদ্ধ কোন সমাধান ডেকে আনতে পারে না বলে জোর দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, "একজন বন্ধু হিসেবে আমি সবসময় বলেছি যে আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যতের জন্য শান্তিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমি এটাও জানি যুদ্ধ কোন রকমের সমাধান আনতে পারে না । যুদ্ধক্ষেত্রে বোমা, বন্দুক ও গুলির মধ্যে শান্তি আলোচনা সফল হয় না এবং শান্তির পথ অবলম্বন করতে হবে"।

আরও পড়ুন : < Mumbai BMW hit-and-run: পুলিশের জালে মূল অভিযুক্ত, মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠের ছেলেকে ফিল্মি কায়দায় গ্রেফতার! >

সূত্র জানিয়েছে দুই দিনের সফরে মস্কোতে থাকাকালীন প্রধানমন্ত্রী মোদী নৈশভোজে যুদ্ধে ভারতীয়দের মৃত্যুর বিষয়টি উত্থাপন করেছেন, রাশিয়া তাদের সেনাবাহিনীতে কর্মরত সমস্ত ভারতীয়দের অবিলম্বে মুক্তি দিতে এবং তাদের প্রত্যাবর্তনের সুবিধা দিতে সম্মত হয়েছে।

নৈশভোজে পুতিন তৃতীয় মেয়াদে পুনঃনির্বাচিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানান এবং ভারতীয় অর্থনীতির ক্রমবর্ধমান উন্নতিতে মোদীর প্রশংসা করেন। রাশিয়া, ভারতে সামরিক খুচরা যন্ত্রাংশ সরবরাহ দ্রুত করতে সম্মত হয়েছে। যদিও শীর্ষস্থানীয় ভারতীয় সামরিক অবশ্য মন্তব্য করেছেন, রক্ষণাবেক্ষণ সহায়তার বিলম্ব সশস্ত্র বাহিনীর অপারেশনাল প্রস্তুতিকে কোনভাবেই প্রভাবিত করেনি। আধিকারিকদের মতে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সরবরাহ থমকে যেতে থাকে। ভারত দেশীয় উত্সের পাশাপাশি পোল্যান্ড এবং জর্জিয়ার মতো দেশগুলি থেকে অতিরিক্ত জিনিসপত্র সংগ্রহ করতে চাইছে।

modi Vladimir Putin
Advertisment