PM Narendra Modi: ঐতিহাসিক মুহূর্তে মোদীকে স্মরণ পুতিনের, জানালেন বিশেষ আমন্ত্রণ, বন্ধুত্বে নজর বিশ্বের

Russia invites pm Narendra modi : রাশিয়ার তরফে এবার আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সূত্রের খবর, পুতিনের আমন্ত্রণে আগামী ৯ মে 'বিজয় দিবসে'র কুচকাওয়াজে যোগ দিতে পারেন মোদী।

Russia invites pm Narendra modi : রাশিয়ার তরফে এবার আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সূত্রের খবর, পুতিনের আমন্ত্রণে আগামী ৯ মে 'বিজয় দিবসে'র কুচকাওয়াজে যোগ দিতে পারেন মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
Modi Putin

ঐতিহাসিক মুহূর্তে মোদীকে স্মরণ পুতিনের, জানালেন বিশেষ আমন্ত্রণ, বন্ধুত্বে নজর বিশ্বের

Russia invites pm Narendra modi : রাশিয়ার তরফে এবার আমন্ত্রণ জানানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সূত্রের খবর, পুতিনের আমন্ত্রণে আগামী ৯ মে 'বিজয় দিবসে'র কুচকাওয়াজে যোগ দিতে পারেন মোদী। 

Advertisment

৯ মে, ২০২৫, রাশিয়া বিজয় দিবস উদযাপন করবে। আর বিশেষ এই অনুষ্ঠানে যোগদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে পুতিনের দেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে জয়ের  ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে। রাশিয়া বিশেষ এই দিনের ঐতিহাসিক কুচকাওয়াজে অংশগ্রহণের জন্য অনেক বন্ধু দেশের রাষ্ট্র নায়কদের আমন্ত্রণ জানিয়েছে।

রাশিয়ার তরফে বিশেষ দিনের কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই তথ্য দিয়েছেন রাশিয়ার উপ-বিদেশমন্ত্রী আন্দ্রেই রুডেনকো। রুশ সংবাদ সংস্থা TASS-এর সাথে কথা বলতে গিয়ে রুডেনকো বলেন, "প্রধানমন্ত্রী মোদীকে বিশেষ দিনের কুচকাওয়াজে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে এবং তার সফর চূড়ান্ত করা হচ্ছে। আমরা আশা করি তিনি এই বছর বিশেষ এই অনুষ্ঠানে  যোগ দেবেন।"

রাশিয়া প্রতি বছর ৯ মে বিজয় দিবস উদযাপন করে, যেদিন জার্মানি ১৯৪৫ সালে নিঃশর্ত আত্মসমর্পণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে। এই বছর এই অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এই বছরই পালিত হতে চলেছে বিজয় দিবসের ৮০তম বর্ষপুর্তি। 

Advertisment

রেপো রেট কমাল RBI, গৃহঋণে বড়সড় স্বস্তি, দিশা দেখছে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি

প্রধানমন্ত্রী মোদী এর আগে ২০২৪ সালের জুলাই মাসে রাশিয়া সফর করেন। সে সময় প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন, পুতিন ইতিমধ্যেই মোদীর সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে তার ভারত সফরের তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

প্রধানমন্ত্রী মোদী এবং পুতিনের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। দুই নেতা প্রতি কয়েক মাস অন্তর টেলিফোনে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখেন এবং আন্তর্জাতিক সম্মেলনের সময় মুখোমুখিও দেখা করেন, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির লক্ষ্যে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে। 

Vladimir Putin modi