Advertisment

Russia Ukraine War : ইউক্রেনে ন্যাটো সেনা পাঠানো হলে…! পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি, রুশ পার্লামেন্টে পুতিনের গর্জন

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

author-image
IE Bangla Web Desk
New Update
"Our military has gained colossal combat experience," said Russian President Putin. (Screengrab)

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মস্কোতে ফেডারেল অ্যাসেম্বলিতে তার বার্ষিক ভাষণে বলেছেন, "আমাদের সামরিক বাহিনী ব্যাপক যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে।" (রয়টার্স)

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি আমেরিকা ও তার সহযোগী দেশগুলোকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দেন। পুতিন বলেছেন, ন্যাটো দেশগুলো ইউক্রেনে তাদের সৈন্য পাঠালে পারমাণু যুদ্ধ শুরু হতে পারে।

Advertisment

রাশিয়ার পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় পুতিন বলেছেন, রাশিয়া তার অভ্যন্তরীণ বিষয়ে কাউকেই হস্তক্ষেপ করতে দেবে না। কেউ রাশিয়ায় হামলার চেষ্টা করলে তাকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। এটি হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও ভয়াবহ।

পুতিন বলেছেন, বেশিরভাগ রুশ নাগরিক ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার 'বিশেষ সামরিক অভিযান' কে সমর্থন করেন। পাশাপাশি তিনি বলন, সেনাবাহিনীর শক্তি এখন আগের থেকে বহুগুণ বেড়েছে। নির্বাচনের দুই সপ্তাহ আগে রাশিয়ার পার্লামেন্টে এই ভাষণ দিয়েছেন পুতিন। দুই দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন পুতিন।

পুতিনের অভিযোগ, পশ্চিমী দেশগুলি রাশিয়াকে ভিতর থেকে দুর্বল করার চেষ্টা করছে। রাশিয়াকে কৌশলগত পরাজয় দিতে চাইছে আমেরিকা। পাশাপাশি তিনি আস্থা প্রকাশ করেন যে রাশিয়া "অদূর ভবিষ্যতে বিশ্বের চারটি বৃহত্তম অর্থনীতির একটি" হয়ে উঠবে। "

Putin
Advertisment