খালিস্তানপন্থী সন্ত্রাসবাদী গুরপতবন্ত সিং পান্নু মামলায় ভারতকে সমর্থন রাশিয়ার। পান্নু মামলায় এবার আমেরিকাকে তিরস্কার করল পুতিনের দেশ। ভারতের হয়ে সুর চড়িয়ে জানতে চাইলেন অভিযোগ তো আনা হয়েছে কিন্তু প্রমাণ কোথায়?
রাশিয়া বলেছে, পান্নু হত্যা ষড়যন্ত্রে ভারতের জড়িত থাকার কোন প্রমাণ আমেরিকার কাছে নেই। রুশ মুখপাত্র মারিয়া জাখারোভা দাবি করেছেন যে 'আমাদের কাছে যে তথ্য রয়েছে, ওয়াশিংটন এখনও পান্নুকে হত্যার চেষ্টায় ভারতীয় নাগরিকদের জড়িত থাকার কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ দেয়নি'।
ভারতের পাশে দাঁড়িয়ে আমেরিকার আনা খালিস্তানপন্থী সন্ত্রাসবাদী গুরপতবন্ত সিং পান্নুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রে ভারতে জড়িত থাকা অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া। রাশিয়ার বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, 'ওয়াশিংটন এখনও পান্নু খুনের ষড়যন্ত্র মামলায় কোনও ভারতীয়র জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ দেয়নি'।
রুশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, 'আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে পান্নুকে হত্যার চেষ্টায় ভারতীয় নাগরিকদের জড়িত থাকার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ এখনও দেয়নি ওয়াশিংটন। প্রমাণ না থাকায় এমন অভিযোগের কোন গ্রহণযোগ্যতা নেই'।
রুশ মুখপাত্র আরও বলেছেন, 'আমেরিকা ভারতকে অপমান করছে'। সম্প্রতি দ্য ওয়াশিনটন পোস্টের এক প্রতিবেদনে সূত্রের উল্লেখ করে বলা হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা RAW-এর এজেন্টরা পান্নুকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিল। আমেরিকার আনা সেই অভিযোগকে উড়িয়ে দিল রাশিয়া। রাশিয়া বলেছে, 'আমেরিকা নিয়মিত ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করে আসছে। শুধু ভারতের বিরুদ্ধে নয়, আরও অনেক দেশের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা আমেরিকার কাজ হয়ে দাঁড়িয়েছে'।
খালিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুকে হত্যার ষড়যন্ত্রে ভারতীয় কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবিকে এবার সরাসরি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। রাশিয়া বলেছে যে গুরপতবন্ত সিং পান্নু হত্যার ষড়যন্ত্রে ভারত যে কোনোভাবে জড়িত ছিল তা প্রমাণ করার জন্য ওয়াশিংটন এখনও কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ দেয়নি। রাশিয়া আরও বলেছে ওয়াশিংটনের এই পদক্ষেপ স্পষ্টতই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ।