Advertisment

ওয়াগনারের বাহিনীর ওপর রুশ হামলা, পুতিন ভীষণ ভুল করছেন, দাবি প্রিগোজিনের

রাশিয়ার বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Russian servicemen guard

ইয়েভজেনি প্রিগোজিনের হুঁশিয়ারির পর ট্যাংক-সহ রাস্তায় পাহারা দিচ্ছে রুশ সেনা।

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিল্পসংস্থা ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বিদ্রোহকে 'পিঠে ছুরির আঘাত' বলে অভিযোগ করেছেন। তিনি এই বিদ্রোহের ঘটনায় দোষীদের অবিলম্বে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। দক্ষিণ রাশিয়ান শহর রোস্তভ-অন-ডনে এই পরিস্থিতিতে উত্তেজনাপূর্ণ অচলাবস্থা দেখা দিয়েছে। সেখানে প্রিগোজিনের 'সশস্ত্র বিদ্রোহ' বন্ধের কোনও লক্ষণ দেখা যায়নি। পুতিন টেলিভিশনের মারফত জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রিগোজিনকে 'বিশ্বাসঘাতক' বলেছেন। পালটা এক অডিও বার্তায় প্রিগোজিন অভিযোগ করেছেন যে প্রেসিডেন্ট পুতিন তাঁকে 'বিশ্বাসঘাতক' বলে 'প্রচণ্ড ভুল করেছেন।'

Advertisment

বর্তমান পরিস্থিতি

ওয়াগনার গ্রুপের প্রধান অডিও বার্তায় বলেছেন যে তিনি ইউক্রেন সীমান্তের কাছে দক্ষিণ রাশিয়ার রোস্তভ-অন-ডনে আছেন। আর, সেখানে তাঁর বাহিনী সামরিক দিক থেকে সুবিধাজনক অবস্থায় আছে। বিমানঘাঁটিও তাঁদের নিয়ন্ত্রণ আছে। তিনি রোস্তভ অবরোধ, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এবং শীর্ষ জেনারেল শহরে তাঁর সঙ্গে দেখা না-করলে, সরাসরি মস্কোয় হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন। ওয়াগনার গ্রুপ আরও দাবি করেছিল যে তারা দক্ষিণ-পশ্চিম রাশিয়ার ভোরোনজ শহরে রাশিয়ান সামরিক ঘাঁটিগুলো দখল করেছে। সূত্রের খবর, মস্কোর কাছাকাছি পৌঁছে যাওয়ায় ইতিমধ্যেই ওয়াগনারের বাহিনীর ওপর হামলা শুরু করেছে রুশ সেনা। রাশিয়ার প্রতিবেশী দেশগুলো জানিয়েছে, তারা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে। বন্ধু দেশগুলোর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। পালটা, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব এবং ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার জন্য বিশ্বের সব দেশের কাছে আবেদন জানিয়েছেন।

কীভাবে এসব শুরু হল?

মস্কোর সামরিক বাহিনী এবং বেসরকারি শিল্পসংস্থা ওয়াগনারের প্রধান প্রিগোজিনের মধ্যে বিরোধ শনিবার প্রকাশ্যে বিদ্রোহে পরিণত হয়েছে। ওয়াগনার প্রধান রাশিয়ার সামরিক কর্তাদের একটি শিবিরে হামলায় তাঁর 'বিপুল' ভাড়াটে বাহিনীকে হত্যার দায়ে অভিযুক্ত করেছেন। পালটা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এই পরিস্থিতিতে আঞ্চলিক প্রশাসনিক কর্তারা বাসিন্দাদের রাস্তা থেকে দূরে বা ঘরবন্দি থাকার আহ্বান জানিয়েছেন। আর, রাশিয়ার নিরাপত্তা বাহিনী পশ্চিম রাশিয়াজুড়ে ঝাঁপিয়ে পড়েছে। পাশাপাশি, রাজধানী মস্কোতেও একটি 'সন্ত্রাসবিরোধী অভিযানের ব্যবস্থা' জারি করা হয়েছে।

আরও পড়ুন- সশস্ত্র বিদ্রোহের নেতৃত্বে ওয়াগনার গ্রুপ, শিল্পসংস্থার বিরুদ্ধে কেন এমন অভিযোগ রাশিয়ার?

আসরে রাশিয়ান যুদ্ধপন্থী জাতীয়তাবাদীরা

এই পরিস্থিতিতে আসরে নেমেছেন রাশিয়ান যুদ্ধপন্থী জাতীয়তাবাদী রাজনৈতিক দল 'ক্লাব অফ অ্যাংরি প্যাট্রিয়টস'। তার নেতা প্রাক্তন এফএসবি সিকিউরিটি সার্ভিস অফিসার ইগর গিরকিন জানিয়েছেন, তাঁরা গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন। শীঘ্রই রাশিয়ার দেশপ্রেমিকদের জন্য একটি কর্মসূচি তাঁরা তৈরি করবেন। তার আগে বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করতে রবিবার রাশিয়ার 'দেশপ্রেমিক' বাহিনীর একটি বৈঠক ডাকা হয়েছে। গিরকিনের দাবি, রাশিয়া বর্তমানে এক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে। সেই বিপর্যয় হয় গৃহযুদ্ধের পরিস্থিতি। যে গৃহযুদ্ধ ঘটলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে 'একটি অপমানজনক পরাজয়' ছাড়া রাশিয়ার ভাগ্যে কিছুই জুটবে না-বলে গিরকিন দাবি করেছেন।

russia army Vladimir Putin
Advertisment