মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাওয়ার পথে বুধবার দুর্ঘটনায় পড়ল একটি বাণিজ্যিক জেট। দুর্ঘটনায় বিমানটির ১০ যাত্রীর সকলেই প্রাণ হারিয়েছেন। কুজেনকিনো গ্রামের কাছে বিমানটি ভেঙে পড়ে। এমনটাই জানিয়েছেন রাশিয়ার জরুরি বিভাগের আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, যাত্রীদের তালিকায় ছিলেন রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। রাশিয়ার অসামরিক বিমান চলাচল সংস্থার দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে বুধবার মস্কোর উত্তরে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে তাতে ১০ জন নিহত হয়েছেন। তার মধ্যে ছিলেন ইয়েভজেনি প্রিগোজিন।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের উদ্ধৃতি অনুসারে, মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাওয়ার পথে তিন ক্রু মাম্বার সহ এবং সাতজন যাত্রী নিয়ে একটি বিমান রাজধানী থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে ভেঙে পড়ে। এয়ারলাইন অনুসারে জানা গিয়েছে তিনি দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানেই ছিলেন। যদিও এর আগেই বেসরকারি সংবাদ সংস্থার অবশ্য দাবি, যে বাণিজ্যিক বিমানটি ধ্বংস হয়েছে, তা প্রিগোজিনেরই। ইয়েভজেনি প্রিগোজিন ওয়াগনার বেসরকারি সেনা সংস্থার প্রতিষ্ঠাতা। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়েতসিয়া জানিয়েছে, প্রিগোজিন যাত্রীদের তালিকায় ছিলেন।
কয়েকমাস আগেই রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল প্রিগোজিনের নেতৃত্বাধীন ওয়াগনারের যোদ্ধারা। এরপরই বাহিনী-সহ প্রিগোজিনকে রাশিয়া থেকে বেলারুশে নির্বাসিত করা হয়েছিল বলে জানা গিয়েছিল। কিন্তু, মঙ্গলবার সেই প্রিগোজিন আফ্রিকান মরুভূমিতে রয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন। ওয়াগনার বাহিনীতে আরও যোদ্ধা নিয়োগেরও ঘোষণা করেছিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া ভিডিও বার্তায় বলেছিলেন, ‘এখানকার তাপমাত্র ৫০ ডিগ্রির ওপরে। কিন্তু, আমরা খুশিতেই আছি। আমরা আফ্রিকার মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করব। ইসলামিক স্টেট, আল কায়দা-সহ জঙ্গি সংগঠনগুলোর দুঃস্বপ্নে পরিণত হব।’ তারপরই বুধবার আচমকা তাঁর মৃত্যুসংবাদ এল। রাশিয়ার দাবি, মস্কোর উত্তরে ১০০ কিলোমিটার দূরে কুজেনকিনো গ্রামের কাছে প্রিগোজিনের বিমানটি ভেঙে পড়েছে। বিমানে তিন পাইলট ছিলেন। যাত্রী ছিলেন সাত জন। তাঁদের অন্যতম ইয়েভজেনি প্রিগোজিন। রাশিয়ার তদন্ত কমিটি বিমান নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। ইন্টারফ্যাক্স জানিয়েছে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১০টি মৃতদেহ।