Advertisment

Russian strike on Kharkiv: রুশ মিসাইল হামলায় 'ক্ষতবিক্ষত' ইউক্রেনের খারকিভ, মৃত ৬, আহত কমপক্ষে ১০

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তোলপাড় ফেলে দিয়েছে রাশিয়া। খারকিভের এই ঘটনায় ৬ জন নিহত এবং ১০ জনের বেশি আহত হয়েছেন। হামলায় বহু বাড়িঘর, দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Rescue workers extinguish the fire at the site of a Russian drone attack in Kharkiv, Ukraine, early Saturday April 6, 2024. At least 6 people were killed in Kharkiv in the overnight attacks on Saturday and at least 10 people were injured with blast wounds and shrapnel, said regional governor Oleh Syniehubov. High-rise buildings, a gas station, a shop and a car were damaged. (AP Photo/Alex Babenko)

উদ্ধারকর্মীরা 6 এপ্রিল, 2024 সালের শনিবার ভোরে ইউক্রেনের খারকিভে রাশিয়ান ড্রোন হামলার জায়গায় আগুন নিভিয়ে দিচ্ছেন। (এপি ছবি)

রাশিয়ার মিসাইল হামলায় ক্ষতবিক্ষত ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। রুশ মিসাইল হানায় এখন পর্যন্ত মোট ৬ 6 জন নিহত ১০ জনেরও বেশি আহত হয়েছেন বলেই খবর।

Advertisment

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তোলপাড় ফেলে দিয়েছে রাশিয়া। খারকিভের এই ঘটনায় ৬ জন নিহত এবং ১০ জনের বেশি আহত হয়েছেন। হামলায় বহু বাড়িঘর, দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্রমশ মারাত্মক হয়ে উঠছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের পাল্টা হামলার পর রাশিয়া ফের ইউক্রেনের খারকিভে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। কর্মকর্তারা বলছেন, খারকিভে রাশিয়ার হামলায় ছয়জন নিহত ও ১০ জনের বেশি আহত হয়েছেন। খারকিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন শনিবার ভোররাতে এখানে রুশ হামলার কারণে হঠাৎ হৈচৈ পড়ে যায়। ইউক্রেনের ন্যাশনাল পুলিশ জানিয়েছে, একটি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের উত্তর-পূর্বে অবস্থিত খারকিভ ক্রমাগত রাশিয়ার লক্ষ্যবস্তু। পুতিন আবার রাশিয়ার প্রেসিডেন্ট হওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের ওপর হামলা আরও তীব্র হয়েছে।

Russia-Ukraine Conflict
Advertisment