Advertisment

যুদ্ধে কড়া নজর ভারতের, প্যালেস্তাইনের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা জয়শঙ্করের, কী বললেন?

নিজেই টুইট করে এই তথ্য জানিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
israel hamas war, s jaishankar, gaza, gaza attack, gaza ceasefire, israel news, palestine, palestine prime minister mohammad shtayyeh",

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী মহম্মদ শতায়েহের সঙ্গে কথা বলেছেন।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী মহম্মদ শতায়েহের সঙ্গে কথা বলেছেন। কথোপকথনের সময়, জয়শঙ্কর সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে গাজা এবং পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। জয়শঙ্কর নিজেই টুইট করে এই তথ্য জানিয়েছেন। জয়শঙ্কর টুইটারে বলেছেন, 'আজ সন্ধ্যায় প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী মহম্মদ শতায়েহের সঙ্গে কথা বলেছি। তিনি গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন'। পাশাপাশি তিনি বলেন, আমরা অনেক বিষয়ে আলোচনা করেছি। প্যালেস্তাইন ইস্যুতে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেছি'।

Advertisment

যুদ্ধ শুরুর মাত্র কয়েক দিন পরে, বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছিলেন যে প্যালেস্তাইন নিয়ে ভারতের নীতি দীর্ঘদিন ধরে একই রয়েছে। ভারত বরাবরই আলোচনার মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম প্যালেস্তাইন গঠনের কথা বলে আসছে। ভারতের অবস্থান খুবই পরিষ্কার। ইজরায়েলে হামাসের হামলাকে ভারত সন্ত্রাসবাদী হামলা হিসেবে দেখছে।

প্যালেস্তাইনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী
১৯ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যালেস্তাইনিনের প্রেসিডনেট মাহমুদ আব্বাসের সাথেও কথা বলেছেন। এই সময় প্রধানমন্ত্রী মোদী ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেছিলেন। প্রধানমন্ত্রী মোদী প্যালেস্তাইনের জনগণকে মানবিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এছাড়া গাজা যুদ্ধে নিহতদের প্রতি সমবেদনা জানান মোদী।

যুদ্ধে এ পর্যন্ত ১৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন
উল্লেখ্য, গত ২ মাস ধরে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এ যুদ্ধে এ পর্যন্ত ১৬ হাজারের বেশি মানুষ মারা গেছে এবং ৪০ হাজারের বেশি আহত হয়েছে বলে জানা গেছে। ৭ই অক্টোবর হামাসের হামলার পর এই যুদ্ধ শুরু হয়, যা আজ অবধি চলছে এবং এই যুদ্ধ কতদিন চলবে তা বলা মুশকিল। হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১৪০০ মানুষ নিহত হয়। এর পর ইসরাইলও গাজায় দ্রুত তৎপরতা শুরু করে।

Hamas Israel-Palestine clash
Advertisment