ভারত-কানাডার চলমান কূটনৈতিক বিরোধের মধ্যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের আলোচনার দিকে নজর ছিল গোটা বিশ্বের। বৈঠক শেষে জানা গিয়েছে ভারত-কানাডা বিরোধ নিয়ে দুই নেতার মধ্যে সেভাবে কোন আলোচনাই হয়নি।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পরে, মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন জি ২০ সম্মেলনের সাফল্য এবং রাষ্ট্র সংঘের সাধারণ পরিষদের অধিবেশন সহ ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর তৈরির মতো বিষয় নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।
বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে দেখা করেন। বৈঠক শেষে মার্কিন বিদেশ দফতর সূত্রে জানানো হয়েছে বৈঠকে দুই নেতা G20 সম্মেলনের সাফল্য, ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর তৈরি এবং অন্যান্য অনেক বিষয়ে আলোচনা করেছেন।
স্টেট ডিপার্টমেন্টে অনুষ্ঠিত বৈঠকের আগে ব্লিঙ্কেনের সামনে এক প্রেস ব্রিফিংয়ে জয়শঙ্কর বলেন, “এখানে ফিরে এসে বেশ ভাল লাগছে। গত গ্রীষ্মে আমাদের প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন। G20 শীর্ষ সম্মেলনের সমর্থনের জন্য আমেরিকাকে ধন্যবাদ"।
বৈঠকের পরে, স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, "শীঘ্রই দুই দেশের মধ্যে ২+২ আলোচনা হবে তার আগে প্রতিরক্ষা, মহাকাশ এবং পরিচ্ছন্ন শক্তির ক্ষেত্রে দুই দেশ আরও সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী"।
বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার জানিয়েছেন যে ভারত 'টু প্লাস টু' আলোচনার পঞ্চম সংস্করণ আয়োজন করবে। তবে বৈঠকের তারিখ সম্পর্কে তিনি কোন তথ্য দেননি। নভেম্বরের শুরুতে বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। একই সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
ভারত-কানাডা বিবাদের উল্লেখ নেই
খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জার হত্যা নিয়ে ভারত ও কানাডার মধ্যে চলমান কূটনৈতিক অচলাবস্থার মধ্যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথে দেখা করেছেন। তবে এই বৈঠকে উভয় পক্ষই ভারত ও কানাডার মধ্যে চলমান কূটনৈতিক সংকটের বিষয়ে সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের জবাব দেননি।