Advertisment

শবরীমালা মন্দিরে ঢুকতে ‘বাধা’ ৪ রূপান্তরকামীকে

শবরীমালা মন্দির ইস্যুতে নয়া মোড়। আয়াপ্পা দর্শনে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়লেন ৪ রূপান্তরকামী। তাঁদের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
sabarimala, শবরীমালা

আয়াপ্পা দর্শনে পুলিশি বাধার মুখে পড়লেন ৪ জন রূপান্তরকামী। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

শবরীমালা মন্দিরে ইস্যুতে নয়া মোড়। এবার আয়াপ্পা দর্শনে পুলিশি বাধার মুখে পড়লেন ৪ জন রূপান্তরকামী। মহিলাদের পোশাকে নয়, পুরুষদের পোশাক পরেই মন্দিরে ঢুকতে হবে, এমনই পুলিশি রায়ের সামনে পড়তে হল ওই রূপান্তরকামীদের। শুধু তাই নয়, পুলিশি জোরাজুরিতে শেষমেশ পুরুষদের পোশাক পরেই মন্দিরে ঢোকার ইচ্ছাপ্রকাশ করেন তাঁরা। কিন্তু তাও তাঁদের মন্দির যাওয়ার পথ আটকান উর্দিধারীরা। রূপান্তরকামীদের এমন অভিযোগ ঘিরে শবরীমালা বিতর্ক যে নয়া মোড় নিল তা বলাই বাহুল্য।

Advertisment

কী ঘটেছিল? রবিবার শবরীমালা মন্দির যাওয়ার পথে এরুমেলিতে ৪ জন রূপান্তরকামীকে আটকায় পুলিশ। মন্দির যাওযার পথে প্রথম বেস ক্যাম্প এরুমেলিতেই। সেখান থেকেই তাঁদের ফিরে যেতে বলা হয়। অনন্যা নামের এক রূপান্তরকামীর অভিযোগ, তাঁদের পুলিশি হুমকির মুখেও পড়তে হয়েছে। তিনি বলেন, ‘‘শনিবার এরনাকুলাম থেকে আমরা যাত্রা শুরু করি। যখনই আমরা এরুমেলিতে পৌঁছালাম, তখন পুলিশ আধিকারিকরা দুর্ব্যবহার করেন আমাদের সঙ্গে। মহিলা পুলিশ কর্মী যাঁরা ছিলেন তাঁরাও।’’

আরও পড়ুন, ‘আয়াপ্পা’-র নাম নিয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা কেরালায়

তাঁর আরও অভিযোগ, ‘‘প্রথমে ওঁরা বলেন, মহিলাদের পোশাক পরে মন্দিরে ঢোকা যাবে না। পুরুষদের পোশাক পরে যেতে হবে। প্রথমে রাজি না হলেও পরে আমরা মত বদলে পুরুষদের পোশাক পরার কথা ভাবি। কিন্তু পুলিশকর্মীরা তখন ফিরে যেতে বলেন।’’

উল্লেখ্য, শবরীমালা মন্দিরে সব বয়সের মহিলাদের প্রবেশাধিকার নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। যে রায়ের পরই অশান্ত হয়ে ওঠে কেরালা। সুপ্রিম রায়ের বিরোধিতা করে চলে বিক্ষোভ প্রদর্শন। বিক্ষোভ দেখানোর অভিযোগে বহু ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

Sabarimala
Advertisment