রবিবার সকাল থেকেই অশান্ত শবরীমালা মন্দির চত্বর। এ দিন সকালে ৫০ অনূর্ধ্ব ১১ জন মহিলা পাম্বা পাহাড়ের পথ ধরে মন্দির চত্বরে প্রবেশের চেষ্টা করেন আয়াপ্পা ভক্তদের প্রবল আপত্তি সত্ত্বেও। মহিলাদের সবাই চেন্নাইয়ের 'মানিথি' সংগঠনের সদস্য।
মন্দির চত্বরে প্রবেশের জন্য ৫ কিলোমিটার পথ জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করেছিলেন ১১ জন মহিলা ভক্ত। শনিবার সন্ধেবেলা শুরু হয় 'মাথিনি' মানবাধিকার সংগঠনের সদস্যদের অভিযান। অভিযানের বিরুদ্ধে কোট্টায়াম রেল স্টেশনের বাইরে চলল আয়াপ্পা ভক্তদের ধর্না।
মাথিনি-র সদস্যদের নেতৃত্ব দিলেন ৪২ বছরের আইনজীবী সেলভি। ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিকদের সেলভি জানিয়েছেন, কোট্টায়ামে যোগ দিয়েছেন আরও ১৫ জন মহিলা ভক্তের দল। সেলভি জানিয়েছেন, "মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কাছে আমরা পুলিশি নিরাপত্তার আবেদন জানিয়েছি। ডেপুটি সেক্রেটারি আমাদের নিরাপত্তা দেবেন, এমন আশ্বাস দিয়েছেন"। সেলভি আরও জানিয়েছেন, দলের তিন সমাজকর্মী ১৮টি সিঁড়ি উঠে মূল মন্দির চত্বরে প্রবেশ করবেন না"।
Kerala: Ayyappa devotees protest outside Kottayam Railway Station following reports of women devotees' visit to #Sabarimala Temple today. Police at the spot. pic.twitter.com/3PbqQgLxaJ
— ANI (@ANI) December 23, 2018
অভিযানের মাঝেই জেলাশাসক পাঠানামথিট্টা জুড়ে জারি করা ১৪৪ ধারার মেয়াদ বাড়িয়ে ২৭ ডিসেম্বর পর্যন্ত করে দিলেন।
গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতি নিয়ে গঠিত বিশেষ বেঞ্চ রায় দেয়, কেরালার শবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারবেন সব বয়সের মহিলারা। ঐতিহাসিক এই রায় নিয়ে বিক্ষোভ শুরু হয়েছিল রায়ের পর থেকেই। আয়াপ্পা ডিভোটিজ অ্যাসোসিয়েশন-এর পাশাপাশি নাইয়ার সোসাইটি এবং দিল্লির চেতনা কনশিয়েন্স অব উইমেন-এর পক্ষ থেকেও রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। তাদের মতে, শীর্ষ আদালতের রায় “অসমর্থনযোগ্য এবং বিরক্তিকর”।
Selvi, member of the women's devotees group who is currently at Pampa base camp to trek to #SabarimalaTemple: We are here since 3.30 am. Police had said that they will provide us with protection but now they are not providing us protection to trek to the temple. pic.twitter.com/jDk8ORltOO
— ANI (@ANI) December 23, 2018
রবিবারের ৫০ অনূর্ধ্ব মহিলাদের মন্দির চত্বরে প্রবেশ নিয়েও তুমুল আপত্তি জানায় আয়াপ্পা ভক্তরা। বেলা সাড়ে ১১ টার সময় সেলভি ফের জানান, "আমরা ভোর সাড়ে তিনটে থেকে এখানে অপেক্ষা করছি। পুলিশ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখনও পর্যন্ত তা পাইনি"।
মন্দিরে মহিলারা যাতে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েত হতে থাকেন আয়াপ্পা ভক্তরা। অন্যদিকে, মহিলাদের দলও দৃঢ় সংকল্প, বিগ্রহ দর্শন না করে ফিরবেন না তাঁরা।
Subramanian Swamy on #SabarimalaTemple row: Naxal minded people are instigating women. Today, there is fear of a turmoil. I think we must take them to be troublemakers probably inspired by Naxal forces who hate Hinduism. Action should be taken by the communist government. pic.twitter.com/LqYH2QrcQg
— ANI (@ANI) December 23, 2018
বিজেপি নেতা সুব্রামনিয়াম স্বামী বললেন, "নকশালপন্থীরা মহিলাদের ইন্ধন জোগাচ্ছেন, হিন্দু ধর্মের প্রতি এদের শ্রদ্ধা নেই কোনো"।