Advertisment

'সতর্ক হোন', মাস্টারব্লাস্টারকে পরামর্শ পাওয়ারের

কৃষকদের নিয়ে মন্তব্য করার আগে শচীনকে বিশেষ পরামর্শ মহারাষ্ট্রের জোট সরকারের অন্যতম শরিক এনসিপি প্রধানের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কৃষকদের নিয়ে মন্তব্য করার আগে শচীনকে আরও বেশি করে সতর্ক হওয়ার পরামর্শ দিলেন এনসিপি নেতা শরদ পাওয়ার।

Advertisment

ভারতে গত দু'মাসের বেশি সময় ধরে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। গোটা বিশ্বে এখন যা আলোচিত। ইতিমধ্যেই কেন্দ্র ও কৃষকদের 'সর্বোচ্চ সংযম'-এর বার্তা দিয়েছে রাষ্ট্রসংঘ। আন্দোলনকে সমর্থন করে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন পপ সুপারস্টার রিহানা। যার জবাব দিয়েছেন এ দেশের একাধিক ক্রীড়া ও রূপোলি পর্দার তারকারা। কৃষক আন্দোলনকে একান্ত ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মত তাঁদের।

শচীন তেন্ডুলকার থেকে লতা মঙ্গেশকর- বিশ্ববরেণ্য একাধিক সহ ভারতীয় তারকাই কৃষক আন্দোলনের বিরুদ্ধে মত দিয়েছে। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে এনসিপি নেতা শরদ পাওয়ার বলেন, 'আমি শচীনকে বলব অন্যকোনও ইস্যুতে মন্তব্য করার আগে ওঁর আরও সতর্ক হওয়া প্রয়োজন।'

প্রাক্তন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী পাওয়ারের অভিযোগ, ভারতের কৃষক আন্দোলনকে 'খালিস্তানি' ও 'সন্ত্রাসবাদী' বলে দেগে দিয়ে তা দমনের চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। তিনি বলেছেন, 'আন্দোলনকারীরাই দেশবাসীর মুখে অন্ন তুলে দেয়। তাই তাঁদের কোনওমতেই খালিস্তানি বা সন্ত্রাসবাদী বলে দেগে দেওয়া উচিত নয়।'

উল্লেখ্য, ভারতে কেন্দ্রীয় তিন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমানায় গত দু'মাসের বেশি সময় ধরে অবস্থান করছেন কৃষকরা। একাধিকবার কেন্দ্র ও কৃষক সংগঠনের প্রতিনিধিদের বৈঠকেও সমাধানসূত্র বেরোয়নি। কেন্দ্রের দাবি নয়া আইন কৃষক স্বার্থ রক্ষা করবে। তাই আন্দোলনকারীদের দাবি মেনে আইনে সংশোধন করা গেলেও তা বাতিল করা যাবে না। কেন্দ্র ও কৃষকরা নিজেদের অবস্থানে অনড়। ফলে জটিলতা ক্রমশ বাড়ছে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sachin Tendulkar Farmer Protest Sharad Pawar
Advertisment