Advertisment

প্রয়াত ‘সাহারাশ্রী’ সুব্রত রায়, মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ

সাহারা গ্রুপ একটি বিবৃতি জারি করে সুব্রত রায়ের মৃত্যু সংবাদ ঘোষণা করে।

author-image
IE Bangla Web Desk
New Update
Subrata Roy, Subrata Roy dead, Subrata Roy news, Subrata Roy death, Sahara group chairman death, Saharasri, Sahara India Parivar chairman, Subrata Roy Sahara death news, Sahara Group chairman death,",

দীর্ঘ অসুস্থতা শেষে প্রয়াত সাহারা কর্তা সুব্রত রায়, মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ

প্রয়াত সাহারা ইন্ডিয়া প্রধান সুব্রত রায়। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার গভীর রাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সসমাজের বহু বিশিষ্ট মানুষজন।  

Advertisment

৭৫ বছর বয়সে দীর্ঘ অসুস্থতার পর মৃত্যু হল সাহারা ইন্ডিয়া প্রধান সুব্রত রায়ের। তিনি ছিলেন দেশের একজন শীর্ষ ব্যবসায়ী এবং সাহারা ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা। সাহারা কর্তা রেখে গেলেন তাঁর স্ত্রী স্বপ্না রায় এবং দুই পুত্র সুশান্ত ও সীমান্তকে।

সাহারা গ্রুপ একটি বিবৃতি জারি করে সুব্রত রায়ের মৃত্যু সংবাদ ঘোষণা করে। সংস্থার তরফে বিবৃতিতে বলা হয়েছে,  'সাহারা ইন্ডিয়া পরিবারের প্রধান সুব্রত রায় মঙ্গলবার রাত ১০টা বেজে ৩০ মিনিটে  কার্ডিও অ্যারেস্টে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মত নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন। বেশ কিছুদিন যাবৎ তার শারিরিক  অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছিল, যার কারণে তাঁকে ১২ নভেম্বর মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 'সাহারাশ্রী'র প্রয়াণে শোকাহত 'সাহারা ইন্ডিয়া' পরিবার”।

সাহারা কর্তার মৃত্যুতে শোক প্রকাশ করে, এসপি সুপ্রিমো অখিলেশ যাদব। তিনি এক্স পোস্টে লিখেছেন, ‘তাঁর মৃত্যু উত্তরপ্রদেশ এবং দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। ঘটনায় শোক প্রকাশ করেছেন সমাজবাদী পার্টির নেতা শিবপাল যাদবও।

সুব্রত রায় ১৯৪৮ সালের ১০ জুন বিহারের আরারিয়ায় জন্মগ্রহণ করেন। কলকাতার হলি চাইল্ড স্কুলে প্রাথমিক শিক্ষা শেষে তিনি গোরখপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। ১৯৭৮ সালে সাহারা ইন্ডিয়া পরিবার প্রতিষ্ঠা করেন সুব্রত রায়।

২০১১ সালে, SEBI সাহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট কর্পোরেশন লিমিটেড (SIRECL) এবং সাহারা হাউজিং ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেডকে (SHICL) বিনিয়োগকারীদের কাছ থেকে আদায় করা অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়। রায়ে বলা হয় উভয় সংস্থাই তার নিয়ম লঙ্ঘন করে তহবিল সংগ্রহ করেছে।

সুপ্রিম কোর্ট ৩১ অগাস্ট, ২০১২-এ SEBI-এর নির্দেশ বহাল রাখে।  উভয় সংস্থাকে ১৫ শতাংশ সুদসহ বিনিয়োগকারীদের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দিতে নির্দেশ দেয়। শেষ পর্যন্ত সাহারাকে বিনিয়োগকারীদের ফেরত দেওয়ার জন্য সেবি-তে আনুমানিক ২৪,০০০ কোটি টাকা জমা দিতে বলা হয়েছিল। ইতিমধ্যেই সরাসরি বিনিয়োগকারীদের কাছে ৯৫ শতাংশের বেশি অর্থ ফেরত দিয়েছে সংস্থা।

Death
Advertisment