Advertisment

SAIF ALI KHAN CASE: কীভাবে সইফের উপর হামলা? কোন বিদেশি ষড়যন্ত্র? ভোরের আলো ফোটার আগে সইফের বাড়িতে মুম্বই পুলিশ

SAIF ALI KHAN CASE: সেই রাত্রে সাইফের বাড়িতে প্রবেশের সময় অভিযুক্ত শরিফুলকে কেন কোন ক্যামেরায় দেখা যায়নি, তাহলে কীভাবে সে সাইফের বাড়িতে পৌঁছেছিল সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
saif ali khan-bangladesh people

অপরাধ স্বীকার করলেন সইফের হামলাকারী? কী হতে চলেছে? Photograph: (ফাইল চিত্র )

SAIF ALI KHAN CASE: কীভাবে সইফের উপর হামলা চালিয়েছিল অভিযুক্ত শরিফুল? সেই তদন্তে নেমে  অপরাধ পুনঃনির্মাণে ভোরের আলো ফোটার আগে অভিনেতার বান্দ্রার বাড়িতে অভিযুক্তকে নিয়ে হাজির হয় পুলিশ। যেখানে  শরিফুল পুলিশকে দেখান কীভাবে তিনি সেদিন রাত ১.৩৩ থেকে ২.৩৩-এর মধ্যে অপরাধ সংগঠিত করেন।  এরপর পুলিশ অভিযুক্তকে ন্যাশনাল কলেজ বাস স্টপে নিয়ে যায়। তারপর  বান্দ্রা রেলস্টেশনেও তাকে নিয়ে যাওয়া হয়। অবশেষে তাকে নিয়ে বান্দ্রা থানায় ফিরে আসেন তদন্তকারী আধিকারিকরা। 

Advertisment

সেই রাত্রে সাইফের বাড়িতে প্রবেশের সময় অভিযুক্ত শরিফুলকে কেন কোন  ক্যামেরায় দেখা যায়নি, তাহলে কীভাবে সে  সাইফের বাড়িতে পৌঁছেছিল সেটাও খতিয়ে দেখছে পুলিশ। কোথাও কী সিসিটিভি ফুটেজের তথ্য লোপাটের চেষ্টা হয়েছিল?  পুলিশ সেটারও তদন্ত করছে। ঘটনাস্থল থেকে অভিযুক্তের ১৯টির বেশি আঙুলের ছাপও পাওয়া গিয়েছে। এখন পর্যন্ত পুলিশের তদন্তে উঠে এসেছে শরিফুল ইসলাম আদতে বাংলাদেশি নাগরিক। তার কাছ থেকে কোন প্রকার ভারতীয় নথি উদ্ধার হয়নি। যিনি ২০২৪ সালে মুম্বইতে আসেন এবং জিতেন্দ্র পান্ডে নামে এক ব্যক্তি তাকে একটি ভাড়া বাড়ি জোগাড় করে দেন। পাশাপাশি একটি হাউস কিপিং কোম্পানিতে চাকরিরও ব্যবস্থা করে দেন। শরিফুলের বিরুদ্ধে তার নাম পরিবর্তন করে বিজয় দাস রাখা এবং ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগ রয়েছে। সইফের উপর হামলার ঘটনায় বিদেশী ষড়যন্ত্রের দিকটিও পুলিশ তদন্ত করছে। 

Advertisment

জেরার মুখে অভিযুক্ত জানিয়েছেন, যে তিনি নাকি জানতেন না ওটা সইফ আলি খানের বাড়ি। লাগাতার তদন্ত করছে মুম্বাই পুলিশ। সেই সূত্রে জানা যাচ্ছে, ঘটনাস্থল থেকে প্রায় ১৯ টি আঙুলের ছাপ উদ্ধার করা হয়েছে । 

saif ali khan
Advertisment