Advertisment

Saif Ali Khan Stabbing Case updates Mumbai Police: চুরি নাকি খুন? কেন সইফ আলি খানের বাড়িতে ঢুকল বাংলাদেশি? মুম্বই পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

Saif Ali Khan Stabbing Case updates Mumbai Police: বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনায় পুলিশের জালে মূল অভিযুক্ত। ধৃতকে জিজ্ঞাসাবাদের পর মুম্বই পুলিশ একটি সংবাদ সম্মেলনে জানিয়েছে কেন সইফকে টার্গেট করেছিল অভিযুক্ত?

author-image
IE Bangla Web Desk
New Update
Saif Ali Khan Stabbing Case

চুরি নাকি খুন? কেন সইফ আলি খানের বাড়িতে ঢুকল বাংলাদেশি? মুম্বই পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। Photograph: (ফাইল ছবি)

Saif Ali Khan Stabbing Case: চুরি নাকি খুন? কেন সইফ আলি খানের বাড়িতে প্রবেশ করে নৃশংস হামলা অভিনেতার উপর ? মুম্বই পুলিশের হাতে এবার এল চাঞ্চল্যকর তথ্য। 

Advertisment

বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনায় পুলিশের জালে মূল অভিযুক্ত। ধৃতকে জিজ্ঞাসাবাদের পর মুম্বই পুলিশ একটি সংবাদ সম্মেলনে জানিয়েছে কেন সইফকে টার্গেট করেছিল অভিযুক্ত? 

সইফ আলি খানের উপর হামলার ঘটনায় পুলিশের হাতে ধরা পড়েছে মূল অভিযুক্ত। মুম্বই পুলিশ বান্দ্রার হিরানন্দানি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 

মুম্বই পুলিশ সংবাদ সম্মেলনে জানিয়েছে, অভিযুক্তের আসল নাম মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। বয়স ৩০ ৩০ বছর। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কাছে কোনও ভারতীয় নথি ছিল না এবং তাকে বাংলাদেশি বলে সন্দেহ পুলিশের। অভিযুক্ত বারে বারে নিজের নাম বদলে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করে। মাত্র ৫-৬ মাস আগে মুম্বই এসেছিলেন অভিযুক্ত। অনুমান বাংলাদেশ থেকে শিলিগুড়ি হয়ে ভারতে প্রবেশ করেন তিনি। থানের এক রেস্তোরাঁয় হাউসকিপিংয়ের কাজ করতেন তিনি। 

Advertisment

 কী উদ্দেশ্যে সইফ আলি খানের বাড়িতে প্রবেশ ?

পুলিশ জানিয়েছে যে অভিযুক্ত সইফ আলি খানের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেছিল, সে জানত না যে সে যে বাড়িতে চুরি করতে যাচ্ছিল সেই বাড়িটি বলিউড স্টার সইফ আলি খানের বাড়ি। অভিযুক্তকে আজ আদালতে হাজির করা হবে। অভিযুক্তকে গ্রেপ্তারের পর, পুলিশহাসপাতালে ভর্তি সাইফ আলি খানের জবানবন্দিও রেকর্ড করবে বলে জানা গিয়েছে ।

police mumbai
Advertisment