Advertisment

সলমনকে খুনের হুমকি মুসেওয়ালার হত্যাকারীদের, তদন্তে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ

ছেলে খুনের হুমকি পাওয়ায় রীতিমতো উদ্বিগ্ন সলমনের বাবা সেলিম খান।

author-image
IE Bangla Web Desk
New Update
salman_khan

সিনেমার পরদায় তিনি হামেশাই ঘায়েল করেন অপরাধীদের। বলিউডের সেই 'চুলবুল পাণ্ডে'কেই এবার খুনের হুমকি দিল মাফিয়ারা। রীতিমতো চিঠি দিয়ে সলমনকে খুনের হুমকি দেওয়া হয়েছে। পঞ্জাবে সম্প্রতি খুন হয়েছেন গায়ক-অভিনেতা সিধু মুসেওয়ালা। তাঁকে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত লরেন্স বিষ্ণোই আগেই সলমন খানকে খুনের হুমকি দিয়েছিলেন। এবার ফের সলমন হুমকি পাওয়ায় রীতিমতো সাবধানী মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ইতিমধ্যেই সুপারস্টারের বাড়ির বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কোন মাফিয়া গ্রুপ হুমকি দিল, তা জানতে তদন্তও শুরু হয়েছে।

Advertisment

বলিউডের শিল্পীমহলে রীতিমতো প্রভাবশালী সলমন। দান-ধ্যানের জন্য সমাজের বিভিন্ন মহলেও তাঁর যথেষ্ট জনপ্রিয়তা। ভারত তো বটেই, গোটা বিশ্বেই সলমনের বহু অনুরাগী রয়েছেন। মু্ম্বইয়ের বান্দ্রার ব্র্যান্ডস্ট্যান্ডে সলমনের অ্যাপার্টমেন্ট। এমনিতে সলমনের নিজস্ব বেসরকারি নিরাপত্তা রয়েছে। পাশাপাশি, যে এলাকায় তিনি যান, সেখানে স্থানীয় পুলিশও অভিনেতার নিরাপত্তার ব্যবস্থা করে থাকেন। কিন্তু, সেসব নিরাপত্তা মুসেওয়ালারও ছিল। তারপরও তাঁকে খুন হতে হয়েছে।

ছেলে খুনের হুমকি পাওয়ায় রীতিমতো উদ্বিগ্ন সলমনের বাবা সেলিম খান। অশীতিপর চিত্রনাট্যকার এবং প্রযোজক সেলিম খান বাকি ছেলেদের তুলনায় সলমনকে বরাবরই একটু বেশি স্নেহ করেন। বরাবর এমনটাই জানে বলিউড। ছেলে খুনের হুমকি পাওয়ায় সেলিম খান আর তাই দেরি করেননি। পুলিশের দ্বারস্থ হয়েছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ ধারায় (খুনের হুমকি) অভিযোগ দায়ের করেছে মুম্বই পুলিশ। তদন্তে জানা গিয়েছে, সলমনের দেহরক্ষী একটি চিঠি পেয়েছেন। সেই চিঠিতে লেখা আছে, 'সলমন খান, সেলিম খান- খুব তাড়াতাড়ি আপনাদের অবস্থা মুসেওয়ালার মত হবে।' সঙ্গে চিঠিতে k G B L B অক্ষরগুলোও লেখা আছে।

আরও পড়ুন- নুপুর শর্মার মন্তব্যে ইসলামিক দেশগুলোর সমালোচনা, কড়া জবাব ভারতের

প্রাথমিক তদন্তে মু্ম্বই পুলিশ জানতে পেরেছে, এরমধ্যে GB শব্দের অর্থ গোল্ডি ব্রার। আর, LB শব্দের অর্থ হল লরেন্স বিষ্ণোই। আর, এই কথা জানতে পারার পরই রীতিমতো সতর্ক মুম্বই পুলিশ। এমনিতে অপরাধ দমনে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের খ্যাতি ভারতজোড়া। বর্তমানে গোল্ডি ব্রার কানাডায় থাকে। আর, লরেন্স বিষ্ণোই রয়েছে রাজস্থানের জেলে। মুম্বই পুলিশ এই ঘটনার তদন্তে ইতিমধ্যে রাজস্থান পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছে।

Read full story in English

salman khan Moosewala murder Mumbai Police
Advertisment