Aryan Khan Case: এটা কোনও ধর্মযুদ্ধ নয়। আমি শুধু জানতে চাই, একটা জঘন্য জাতি শংসাপত্র নিয়ে সমীর ওয়াংখেড়ে কীভাবে সরকারি চাকরি পেলেন? ফের এনসিবি কর্তাকে আক্রমণের মুখে হাঁটলেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। রবিবারও তাঁর দাবি, ‘সমীর ওয়াংখেড়ে জন্মসূত্রে মুসলিম। সরকারি চাকরি পেতে জঘন্য জাতি সার্টিফিকেট জমা করেছেন।‘
এখানেই শেষ নয়, এই এনসিপি নেতার মন্তব্য, ‘২০১৫ থেকে মুসলিম হয়েও ওয়াংখেড়ে পরিবার নিজের পরিচয় বদল করা শুরু করেছে। ততদিনে কয়েকজন বলিউডে তারকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে প্রচারের আলোয় চলে এসেছেন সমীর ওয়াংখেড়ে। নিজেদের সামাজিক মাধ্যমে দাউদ ওয়াংখেড়ে অর্থাৎ সমীরের বাবা হয়েছেন ডিওয়াই ওয়াংখেড়ে। সেখান থেকে ধ্যানদেব ওয়াংখেড়ে। ইয়াসমিন ওয়াংখেড়ে অর্থাৎ সমীরের বোন হয়েছেন জেসমিন, এক মুসলিম যুবককে বিয়ে করে পরে বিচ্ছেদও হয়েছে। সেই যুবক এখন ইউরোপে থাকেন।‘
এদিকে, আরিয়ান গ্রেফতারির পর থেকেই নবাব মালিকের আক্রমণের মুখে এনসিবি কর্তা। জন্ম শংসাপত্রে তাঁর নাম সমীর দাউদ ওয়াংখেড়ে। কিন্তু ইউপিএসসি ফর্মে তাঁর নাম সমীর ড্যানদেব ওয়াংখেড়ে। এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে এই নাম বিভ্রাটে বিতর্ক বেড়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে। সম্প্রতি এনসিপি নেতা নবাব মালিক এনসিবির জোনাল কর্তা সমীর ওয়াংখেড়ের জন্মপঞ্জী প্রকাশ্যে আনেন। সেই নথি তিনি ট্যুইটও করেন। তাতে দেখা গিয়েছে, এনসিবি কর্তার নাম সমীর দাউদ ওয়াংখেড়ে। যদিও ইউপিএসসির ফর্ম পূরণে তিনি নিজের নাম লিখেছেন সমীর ড্যানদেব ওয়াংখেড়ে। আর এখানেই বিতর্কের সুত্রপাত।
মালিকের আক্রমণ এখানেই শেষ নয়। তাঁর প্রশ্ন, ‘প্রায় মলদ্বীপ, দুবাই যান ওয়াংখেড়ে, কী কারণ? সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই কর্তাকে জোনাল কর্তা হিসেবে এখানে এনেছে কেন্দ্র। উদ্দেশ্য যেনতেন প্রকারে বলিউডকে বিপাকে ফেলা।'
রাজ্যের মন্ত্রীর করা এই আক্রমণে বলিউডের ত্রাস সমীর ওয়াংখেড়ে কিনা নিজেই এবার বিপাকে! যে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো আধিকারিকের নাম শুনেই এতদিন কাঁপন ধরত মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের বুকে, এবার সেই গোয়েন্দা আধিকারিক নিজেই জড়িয়েছেন আইনি বিপাকে। কর ফাঁকি থেকে হাতেনাতে মাদকদ্রব্য উদ্ধারের অভিযোগে এযাবৎকাল হাজারেরও বেশি তারকাদের রাতের ঘুম উড়িয়েছেন সমীর। এমনকী শাহরুখ খানকেও একবার বিমানবন্দরে আটক করেছিলেন। শেষমেশ, দেড় লক্ষ টাকা খসিয়ে মুক্তি পান কিং খান। তবে এবার শাহরুখ-পুত্র আরিয়ান মাদক-মামলার তদন্ত করতে গিয়ে সেই এনসিবি অফিসারের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ উঠছে। বিনোদন ইন্ডাস্ট্রির জল গড়িয়েছে রাজনৈতিক ময়দানেও। NCB কর্তা সমীরের নিকাহর ছবি ফাঁস করে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের দাবি, চাকরি পেতেই হিন্দু সাজেন সমীর ওয়াংখেড়ে।
যদিও নিজেকে বহুত্ববাদে বিশ্বাসী, এমন পরিবারের সদস্য হিসেবে প্রেস বিবৃতি দিয়েছেন ওয়াংখেড়ে। তিনি লিখেছেন, ‘আমার বাবা হিন্দু, মা মুসলিম। বাবা ড্যানদেব কাচুরজি ওয়াংখেড়ে রাজ্য আবগারি দফতরের সিনিয়র ইনস্পেক্টর হিসেবে কর্মরত ছিলেন। ২০০৭ সালে তিনি চাকরি থেকে অবসর নিয়েছেন। আমার মা, প্রয়াত জাহিদা একজন মুসলিম মহিলা। আমি সেই পরিবারের সন্তান, যারা বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষ ভারতীয় সংস্কৃতির অংশ। আমি গর্বিত আমার ঐতিহ্যে।‘
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাএখন টেলিগ্রামে, পড়তে থাকুন