Advertisment

সমঝোতা মামলায় উপযুক্ত প্রমাণের অভাবে ক্ষোভের সঙ্গে ছাড়তে হয়েছে অভিযুক্তদের: আদালত

সমঝোতা বিস্ফোরণ মামলায় অভিযুক্ত স্বামী অসীমানন্দ সহ সকলকেই গত ২০ মার্চ খালাস করে দিয়েছে আদালত। অন্তত ৬৮ জন এই বিস্ফোরণ কাণ্ডে মারা গিয়েছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
samjhauta

সমঝোতা বিস্ফোরণকাণ্ডে খালাস পাওয়ার পর অসীমানন্দ (ছবি জয়পাল সিং)

সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ মামলার প্রমাণাদিতে ব্যাপক ফাঁক ফোকর ছিল, এমনটাই বক্তব্য বিশেষ এনআইএ আদালত। সমঝোতা মামলার এনআইএ আদালতের  রায় বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে। বিশ্বাসযোগ্য ও আদালতগ্রাহ্য প্রমাণের অভাবে হিংসার এই কাপুরুষোচিত ঘটনার শাস্তি দেওয়া গেল না বলে রায়ে দুঃখপ্রকাশ করা হয়েছে।

Advertisment

অতিরিক্ত সেশনস বিচারপতি জগদীপ সিং তাঁর রায়ে বলেছেন, "সন্ত্রাসের কোনও ধর্ম থাকে না, কারণ বিশ্বের কোনও ধর্মই সন্ত্রাসের কথা বলে না। জনপ্রিয় বা পূর্বনির্ধারিত গণ উপলব্ধি অথবা প্রতিদিনের রাজনৈতিক ভাষ্য়ের উপর নির্ভর করে আদালত চলে না। শেষ পর্যন্ত নথিভুক্ত প্রমাণের উপর নির্ভর করেই আদালতকে রায় ঘোষণা করতে হয়।" একই সঙ্গে তিনি জানিয়েছেন "এই বিচার শেষ করতে হচ্ছে তীব্র বেদনা এবং ক্ষোভ সহকারে।"

সমঝোতা বিস্ফোরণ মামলায় অভিযুক্ত স্বামী অসীমানন্দ সহ সকলকেই গত ২০ মার্চ খালাস করে দিয়েছে আদালত। অন্তত ৬৮ জন এই বিস্ফোরণ কাণ্ডে মারা গিয়েছিলেন। ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারির গভীর রাতে আটারি গামী সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণ ঘটানো হয়। মৃতদের মধ্যে ৪২ জন ছিলেন পাকিস্তানি নাগরিক, ১০ জন ভারতীয়, এবং ১৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। হরিয়ানার দিওয়ানা এবং পানিপথের মধ্যবর্তী স্থানে দুটি অসংরক্ষিত কামরায় বিস্ফোরণ ঘটেছিল। দুটি বোমা পরে না-ফাটা অবস্থায় উদ্ধার করা হয়েছিল।

বিভিন্ন অপরাধমূলক ঘটনাকে নির্দিষ্ট ধর্ম, জাতি অথবা সম্প্রদায়কৃত হিসেবে বর্ণনা করা এবং  মুসলিম সন্ত্রাসবাদ, হিন্দু মৌলবাদ ইত্যাদি শব্দাবলী ব্য়বহার করার জন্য তদন্তকারী সংস্থাগুলির  তীব্র সমালোচনা করেছে আদালত।

Read the Full Story in English

NIA Samjhauta Blast
Advertisment