Sanjeev Mukhiya secretly harboured political ambitions: নিট-ইউজি (NEET-UG) কেলেঙ্কারিতে মূল অভিযুক্ত সঞ্জীব কুমার ওরফে 'মুখিয়া', দীর্ঘদিন ধরেই বড় রাজনৈতিক নেতা হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছিল। এই কেলেঙ্কারির তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছেন বিহারের আর্থিক অপরাধদমন শাখার তদন্তকারীরা। তাঁরা যখন মামলাটি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর কাছে হস্তান্তর করেন, তখন বারবার সঞ্জীব কুমার ওরফে 'মুখিয়া'র নামটা উঠে আসে।
তদন্তকারীরা জানতে পেরেছেন, এই 'মুখিয়া'ই গোটা প্রশ্নফাঁস-কাণ্ডের কিং পিন। শুধু 'মুখিয়া'ই নয়। এই প্রশ্নফাঁস-কাণ্ডে তাঁর স্ত্রী-ও জড়িত বলেই তদন্তকারীদের অনুমান। বিহারের নালন্দা জেলার বাসিন্দা 'মুখিয়া'র স্ত্রী ২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বর্তমানে তিনিও পলাতক বলেই তদন্তকারীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন। পলাতক 'মুখিয়া' অবশ্য ইতিমধ্যেই স্থানীয় আদালতে আগাম জামিনের আবেদন করেছেন। তাঁর, সেই আবেদনের শুনানি হওয়া এখনও বাকি।
তদন্তে উঠে এসেছে, সঞ্জীব কুমার 'মুখিয়া' নামে পরিচিত হয়ে উঠেছিলেন, কারণ তাঁর স্ত্রী নালন্দার ভুটাহাখার পঞ্চায়েতে ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত গ্রামপ্রধান ছিলেন। প্রশ্নফাঁস চক্রে 'মুখিয়া'র হাতেখড়ি হয়েছিল রঞ্জিত 'ডন'-এর সহযোগী হিসেবে। সেটা ৯০-এর দশকে। পরে, 'মুখিয়া' নিজেই প্রশ্নফাঁস চক্রের মাথা হয়ে ওঠে। আলাদা গ্যাং তৈরি করে।
তদন্তকারীরা জানতে পেরেছেন, এই প্রশ্নফাঁস-কাণ্ডের পিছনে রয়েছে 'সলভার গ্যাং'। যার অন্যতম চাঁই হল 'মুখিয়া'। বছর ৫১-র 'মুখিয়া' প্রতিযোগিতামূলক পরীক্ষার সমাধান করা উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছে বিক্রি করত। অন্তত পাঁচটি প্রশ্নফাঁস-কাণ্ডে এই চক্র জড়িত। এই প্রশ্নফাঁস-কাণ্ডের মধ্যে বিহারে শিক্ষক নিয়োগের পরীক্ষাও রয়েছে। যাতে জড়িত থাকার অভিযোগে 'মুখিয়া'র ছেলে ডা. শিব ওরফে বিটুকে চলতি বছরের গোড়ায় গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ উঠেছে, 'মুখিয়া'র গ্যাং বেশ কয়েক দশক ধরেই প্রশ্নফাঁস চক্রে জড়িত। 'মুখিয়া' নিজে নালন্দার নুরসরাইয়ের উদ্যান বিদ্যালয়ে প্রযুক্তিগত সহকারির চাকরি করতেন। বিহার এবং তার বাইরে অন্তত চারটি প্রশ্নফাঁস চক্রের সঙ্গে সে জড়িত বলেই তদন্তকারীদের দাবি। তাকে দু'বার গ্রেফতার করা হয়েছিল। একবার বিহারে একদশক আগে ব্লক-স্তরের পরীক্ষায় প্রশ্নফাঁস-কাণ্ডে গ্রেফতার হয়েছিল এই অভিযুক্ত। দ্বিতীয়বার ২০১৬ সালে উত্তরাখণ্ডের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। সেখানেও জড়িয়ে গিয়েছিল 'মুখিয়া'র নাম। তখনও তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন- নিষিদ্ধ হয়ে গেল হিজাব! এবার কতটা চাপ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারের ওপর?
তদন্তকারীরা জানতে পেরেছেন, মুখিয়ার ছেলে শিব পেশায় একজন ডাক্তার। চলতি বছর বিহারে শিক্ষক নিয়োগ পরীক্ষা-III-এ বেনিয়মের অভিযোগে শিবকে গ্রেফতার করা হয়েছিল। 'মুখিয়া'র নামও সেই মামলায় ছিল। কিন্তু, অদ্ভুতভাবে তাকে গ্রেফতার করা হয়নি! যাতে বিস্মিত নিট প্রশ্নফাঁস-কাণ্ডের তদন্তকারীরা। তদন্তকারীদের মতে, মুখিয়ার ঘনিষ্ঠ সহযোগী বলদেব কুমার গত ৫ মে, পরীক্ষার দিন সকালে সমাধান করা প্রশ্নপত্রের একটি পিডিএফ পেয়েছিল। এই সমাধান করা উত্তর পরীক্ষার্থীদের মুখস্থ করানো হয়েছিল। বলদেবকে ইতিমধ্যেই ঝাড়খণ্ডের দেওঘর থেকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে নিয়ে 'সলভার গ্যাং'-এর মোট পাঁচ অভিযুক্তকে দেওঘর থেকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা।