Advertisment

সামনের সপ্তাহে সিবিআইতে ডেরেক, ইডিতে শতাব্দী

বীরভূমের সাংসদ ৮ অগাস্ট সিজিওতে ইডির দফতরে হাজির হতে পারেন বলে সূত্রের খবর। কেন তিনি টাকা ফেরত দিতে চাইছেন বা সারদা থেকে কত টাকা নিয়েছিলেন সেসবই সম্ভবত জানতে চাইবেন তদন্তকারীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
CGO-COMPLEX

এক্সপ্রেস ফাইল ছবি

একদিকে সিবিআই, অন্য দিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) একযোগে সারদা চিটফান্ড-কাণ্ডের তদন্তে জোরদার তৎপরতা শুরু করেছে। সূত্রের খবর, সামনের সপ্তাহে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। পাশাপাশি ৮ অগাস্ট ইডি দফতরে যাওয়ার কথা রয়েছে শতাব্দী রায়ের। কুণাল ঘোষ ইডির দফতরে যেতে পারেন ১৮ অগাস্ট।

Advertisment

সারদা-কাণ্ডে চলতি সপ্তাহের শুরুতে প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। যেদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাঁকে তলব করেছিল সেদিনই প্রাক্তন মন্ত্রী হাজির হয়েছিলেন সিবিআই দফতরে। বেরিয়ে এসে তিনি বলেছিলেন, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বস্থানীয়দের ডাকতে চলেছে সিবিআই। ইতিমধ্যেই বেশ কয়েকজন তৃণমূল নেতা ও দলের প্রাক্তন সাংসদকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী দুই সংস্থা।

সিবিআই সূত্রের খবর, দলের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন পরের সপ্তাহে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজির হবেন। তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলা সহ দলের অনেক দায়দায়িত্ব তাঁকে সামলাতে হয়েছে। সারদা-কাণ্ডে দল কী ভাবে সুযোগ নিয়েছে, রাজ্যসভার এই সাংসদের ভূমিকাই বা কী ছিল, এসবই সম্ভবত জানতে চাইবেন তদন্তকারীরা।

সাংসদ শতাব্দী রায়কে সারদা-কাণ্ডে তলব করেছিল ইডি। জানা গিয়েছে, এই অভিনেত্রী সাংসদ ইডিকে চিঠি দিয়ে সারদা থেকে প্রাপ্য টাকা ফেরত দিতে চেয়ে আবেদন করেছেন। তিনি সারদার ব্রান্ড অ্যাম্বাসাডার ছিলেন। বীরভূমের সাংসদ ৮ অগাস্ট সিজিওতে ইডির দফতরে হাজির হতে পারেন বলে সূত্রের খবর। কেন তিনি টাকা ফেরত দিতে চাইছেন বা সারদা থেকে কত টাকা নিয়েছিলেন সেসবই সম্ভবত জানতে চাইবেন তদন্তকারীরা। এরই পাশাপাশি ফের ১৮ অগাস্ট ইডির আধিকারিকদের মুখোমুখি হতে চলেছেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ, এমনটাই খবর।

cbi chit fund Enforcement Directorate All India Trinamool Congress
Advertisment