"অশ্লীল" দেবী সরস্বতীর মূর্তি, মারাত্মক অভিযোগে কলেজে ধুন্ধুমার। শাড়ি নেই দেবী সরস্বতির মূর্তিতে! এমনই দাবিতে ক্ষোভে ফেটে পড়ে ABVP কর্মী-সমর্থকরা।
সরস্বতি পুজোর দিনে দেবী সরস্বতীর "অশ্লীল" মূর্তিকে কেন্দ্র করে রীতিমত ধুন্ধুমার বাধে। আগরতলায় একটি সরকারি কলেজে সরস্বতী পুজোয় দেবীর মূর্তিকে কেন্দ্র করে ABVP প্রতিবাদ শুরু করে। 'ঐতিহ্যবাহী শাড়ি' ছাড়াই দেবীর এই মূর্তি নিয়ে আপত্তি তোলেন এবিভিপি ও বজরং দলের কর্মীরা।
ছাত্রদের তৈরি সরস্বতী মূর্তির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মূর্তিকে কেন্দ্র করে ABVP প্রতিবাদ শুরু করে। ত্রিপুরায়, এবিভিপি সাধারণ সম্পাদক দিবাকর আচার্জ এই ঘটনার প্রতিবাদে সামিল হন। দেবী সরস্বতীকে 'অশ্লীল ভাবে' তুলে ধরায় ব্যপক ক্ষোভ প্রকাশ করেন তিনি। অভিযোগ সামনে আসতেই মূর্তিটি প্রতিস্থাপন করা হয়।
এবিভিপি-র সাধারণ সম্পাদক দিবাকর আচার্জ বুধবার বলেন, "বসন্ত পঞ্চমী উপলক্ষ্যে গোটা দেশ যখন দেবী সরস্বতীর আরাধনায় মেতে উঠেছে। পুজোর দিন সকালে সরস্বতীর মূর্তি দেখে অবাক হয়ে যাই। এই ঘটনা নিন্দনীয়। অশ্লীল পদ্ধতিতে দেবীকে উপস্থাপন করা হয়েছে"।
বিক্ষোভকারীরা আগরতলা সরকারি আর্ট অ্যান্ড ক্রাফট কলেজকে দেবী সরস্বতীর মূর্তিতে শাড়ি পরানোর দাবি জানান। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এর ছাত্র শাখা এবিভিপি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছে এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য আবেদন করেছে।
কলেজ প্রশাসন জানিয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না। বিষয়টির খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে, তবে কলেজ বা এবিভিপি এবং বজরং দলের পক্ষ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।