Advertisment

‘স্ট্যাচু অফ ইউনিটি’-কে ঘিরে পর্যটন শিল্পে জোর গুজরাতের

‘স্ট্যাচু অফ ইউনিটি’-তে পর্যটক টানতে সেখানে বিভিন্ন রাজ্যের গেস্টহাউস তৈরির কথা ভাবছে গুজরাত সরকার। পর্যটন শিল্পকে আরও নানাভাবে চাঙ্গা করার উদ্যোগ নিয়েছে সে রাজ্য।

author-image
IE Bangla Web Desk
New Update
statue of unity,স্ট্যাচু অফ ইউনিটি

সর্দার বল্লভভাই প্যাটেলের সেই লৌহ মূর্তি। ছবি: ভূপেন্দ্র রানা, ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ মাসের শেষ তারিখেই উদ্বোধন হচ্ছে বিশ্বের সবথেকে উঁচু মূর্তির। হ্যাঁ, সর্দার বল্লভভাই প্যাটেলের সেই লৌহমূর্তির কথাই হচ্ছে। যার নাম দেওয়া হয়েছে ‘স্ট্যাচু অফ ইউনিটি’। এবার সর্দার বল্লভভাই প্যাটেলের সেই লৌহমূর্তিকে সামনে রেখেই পর্যটন শিল্পে আরও একধাপ এগোতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য। ‘স্ট্যাচু অফ ইউনিটি’-কে সামনে রেখে পর্যটক টানতে এবার সেখানে গেস্টহাউস তৈরির কথা ভাবছে গুজরাত সরকার। কেভড়িয়া কলোনি এলাকায় পর্যটন শিল্পকে আরও চাঙ্গা করতে সেখানে গেস্টহাউস বানানোর জন্য সব রাজ্যের কাছে প্রস্তাব দিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।

Advertisment

মোদ্দা কথা, ‘স্ট্যাচু অফ ইউনিটি’ দেখতে গেলে, পর্যটকদের জন্য তৈরি করা হবে থাকার বিশেষ ব্যবস্থা। তেমনই উদ্যোগ নেওয়া হয়েছে। সর্দার সরোবর নর্মদা নিগম লিমিটেডের আধিকারিকরা জানিয়েছেন যে, লৌহমূর্তি থেকে প্রায় চার কিমি দূরে এজন্য জমি বাছা হয়েছে। যেখানে বিভিন্ন রাজ্যের গেস্টহাউস, ক্যান্টিন বানানো হবে।

আরও পড়ুন, কাউন্টডাউন শুরু, জোরকদমে চলছে ‘স্ট্যাচু অফ ইউনিটি’-র কাজ

এ প্রসঙ্গে গুজরাতের মুখ্যসচিব জে এন সিং বলেন যে, সে রাজ্যের মুখ্যমন্ত্রীর চিঠি গত সপ্তাহেই সব রাজ্যের কাছে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী বিজয় রূপানির এ প্রস্তাবে ইতিমধ্যেই সাড়া দিয়েছে উত্তর প্রদেশ ও নাগাল্যান্ড। কেভড়িয়া কলোনিতে ওই দুই রাজ্যে তাদের গেস্টহাউস বানানোর ব্যাপারেও সবুজ সঙ্কেত দিয়েছে। এ প্রসঙ্গে গুজরাতের মুখ্যসচিব আরও বলেন, "অন্যান্য রাজ্যগুলো এ ব্যাপারে ভেবে জানাবে বলে জানিয়েছে।" গেস্টহাউস ছাড়াও, রাজ্যগুলি তাদের নিজস্ব হস্তশিল্প সামগ্রীও প্রদর্শন করার সুযোগ পাবে।

আগামী ৩১ অক্টোবর ‘স্ট্যাচু অফ ইউনিটি’-র উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। এ প্রসঙ্গে গুজরাতের মুখ্যসচিব বলেন যে, কেভড়িয়ায় পর্যটন শিল্পের পাশাপাশি সেদিন উদ্বোধন উপলক্ষে আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির উদ্বোধনে অন্য রাজ্যগুলিকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

Read the full story in English: To boost tourism, Gujarat asks states to build bhavans near Sardar Vallabhbhai Patel statue

national news
Advertisment