প্রয়োজন হলেও ২০,০০০ থেকে ৪০,০০০ এর বেশি টাকা তাদের গ্রাহকেরা একদিনে তুলতে পারবেন না বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৩১ অক্টোবর থেকে এই নিয়ম এটিএম ব্যবহারকারীর জন্য বলবৎ হবে। দেশের বৃহত্তম ব্যাঙ্কের এসবিআই ক্লাসিক এবং মায়েস্ত্রো ডেবিট কার্ডে দৈনিক টাকা তোলার সীমা বেঁধে দেওয়া হয়েছে। ব্যাঙ্ক জানিয়েছে, প্রত্যেকদিন মোটা অঙ্কের টাকা লেনদেন হয় এটিএম-এর মাধ্যমে। ২০১৮ সালের মার্চ মাসে ৩৯ কোটি টাকার ডেবিট কার্ড বিলি করেছে এই রাষ্ট্রীয় ব্যাঙ্ক। যার মধ্যে ভারতে প্রায় ২৬ কোটি কার্ড এখনও সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে।
অন্যান্য এসবিআই ডেবিট কার্ডে প্রতিদিনের টাকা তোলার সীমার কোনো পরিবর্তন হবে না। উদাহরণস্বরূপ, এসবিআই এর গোল্ড এবং প্ল্যাটিনাম ডেবিট কার্ডগুলি দিয়ে যথাক্রমে ৫০,০০০ টাকা এবং ১ লক্ষ টাকা এটিএম থেকে তুলতে পারবেন। সেই সীমার এই মূহুর্তে কোনো পরিবর্তন হবে না। SBI তাদের ওয়েবসাইটেই জানিয়ে দিয়েছে, ৩১ অক্টোবরের পর থেকে একদিনে ২০ থেকে ৪০ হাজার টাকা তুলতে পারবেন গ্রাহকেরা।
প্রতিদিনের টাকা তোলার সীমা কমানো, প্রতারণামূলক লেনদেন হ্রাস করা, এবং নগদহীন লেনদেনকে প্রশ্রয় দিতেই এসবিআইয়ের এই নয়া পদক্ষেপ। প্রসঙ্গত, কার্ড ক্লোনিং সংক্রান্ত অনেক অভিযোগ এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিরুদ্ধে।
এই ঘটনার আগে SBI ঘোষণা করে, তারা গ্রাহকদের সুবিধার্থে বদল এনেছে নিয়মে। সম্প্রতি টুইটারের মাধ্যমে এসবিআই জানিয়েছে, নিকটবর্তী SBI ব্যাঙ্কে জমা করতে হবে 15G/H ফর্ম।