Advertisment

এসবিআই হৃদয়হীন এবং অকর্মণ্য, চেয়ারম্যানকে তোপ নির্মলার

নির্মলা সীতারামণ বলে ওঠেন, "আমাকে অযথা বিভ্রান্ত করবেন না, এসব শুনে শুনে আমি ক্লান্ত। এসবিআইয়ের চেয়ারম্যানকে বলব দিল্লিতে আমার সঙ্গে দেখা করতে।"

author-image
IE Bangla Web Desk
New Update
Finance Minister Nirmala Sitharaman

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এক্সপ্রেস ফোটো।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং উচ্চ পদস্থ আধিকারিকদের বিরুদ্ধে এবার বিস্ফোরক অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের বৃহত্তম সরকারি মালিকাধীন ব্যাঙ্কটিকে 'হৃদয়হীন' এবং 'অকর্মণ্য' বলে উল্লেখ করেছেন তিনি। যদিও অর্থমন্ত্রীর এমন মন্তব্যে মনক্ষুণ্ণ হয়েছেন ব্যাঙ্কের আধিকারিকরা।

Advertisment

কেন এমন মন্তব্য করলেন অর্থমন্ত্রী?

গুয়াহাটিতে অর্থনৈতিক পরিষেবা বিভাগ এবং রাজ্য পর্যায়ের ব্যাঙ্কারদের আয়োজিত অনুষ্ঠান থেকেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে তোপ দাগেন নির্মলা সীতারামণ। আসামের চা বাগান শ্রমিকদের প্রায় আড়াই লক্ষ ব্যাংক অ্যাকাউন্ট কেন কার্যকর নেই সেই প্রসঙ্গ উঠতেই গর্জে ওঠেন নির্মলা। ওই অনুষ্ঠানের একটি অডিও ক্লিপে অর্থমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে যে কীভাবে অ্যাকাউন্টগুলি কার্যকর করা যায় সে বিষয়ে কথা বলতে। সেই সময়েই এসবিআইয়ের এক আধিকারিক জানান যে এই অ্যাকাউন্টগুলি কার্যকর করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক থেকে কিছু ছাড়পত্রের প্রয়োজন ছিল। তা না পাওয়ায় এগোন যায়নি কাজ। সেটি হাতে পেলে এক সপ্তাহের মধ্যে তাঁরা কাজ করে দেবেন।

Finance Minister Nirmala Sitharaman "আমাকে এসব শোনাবেন না", নির্মলা গর্জন। এক্সপ্রেস ফোটো

আরও পড়ুন: মোবাইল ফোনের দাম বাড়ছে, সৌজন্যে জিএসটি

সেই মুহুর্তেই নির্মলা সীতারামণ বলে ওঠেন, "আমাকে অযথা বিভ্রান্ত করবেন না, এসব শুনে শুনে আমি ক্লান্ত। এসবিআইয়ের চেয়ারম্যানকে বলব দিল্লিতে আমার সঙ্গে দেখা করতে। কাজের এই ব্যর্থতার দায় সম্পূর্ণ আপনার। আপনার সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাই। আপনার উচিত ছিল আকাউন্টগুলি চালু করা। আপনার উদাসীনতার কারণেই চা বাগানের শ্রমিকেরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।" প্রসঙ্গত, এই বৈঠকে উপস্থিত ছিলেন আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং রাজ্যের বেশ কয়েকজন উচ্চপদস্থ আমলা।

আরও পড়ুন: ইয়েস সংকট কাটাতে ১০০০ কোটি বিনিয়োগ করবে আইসিআইসিআই

যে অডিও ক্লিপ পাওয়া যায় তার প্রতিক্রিয়ায়, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (এআইবিওসি)-এর তরফে স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান রজনীশ কুমারের উপর অর্থমন্ত্রীর এমন "প্রত্যক্ষ ও বেআইনী" আক্রমণের নিন্দা করেন। এআইবিওসির সাধারণ সম্পাদক সৌম্য দত্ত বলেন, "অর্থমন্ত্রী দেশের সর্ববৃহৎ ব্যাঙ্কের চেয়ারম্যানকে আক্ষরিকঅর্থেই অপমান করেছেন।" এমনকী ইয়েস ব্যাঙ্ককে সাহায্য যে এসবিআইয়ের উপর আসলে 'বিরাট বোঝা' তাও জানান সৌম্য দত্ত। যদিও শনিবার, এআইবিওসি বলেছে যে তারা বিবৃতিটি "ভুল করে" জারি করেছিলেন। পরবর্তীতে তা প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে ফোনে সৌম্য দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া দেননি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

sbi Nirmala Sitharaman
Advertisment