Advertisment

SBI Submits Electoral bonds to EC: সুপ্রিম কোর্টের জোরালো ধমকে রাতারাতি 'ফল', নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমা SBI-এর

SBI Submits Electoral bonds to EC: নির্বাচনী বন্ড সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট আগে তার নির্দেশে বলেছিল, ২০১৯ সালের ১২ এপ্রিল থেকে আজ পর্যন্ত নির্বাচনী বন্ড সম্পর্কিত যা তথ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে আছে তা ৬ মার্চের মধ্যে দিতে হবে। তবে এক্ষেত্রে সব তথ্য জমা দিতে বাড়তি সময় চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেল SBI। সেই আবেদন গতকালই খারিজ করে দেয় শীর্ষ আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
SBI Submits Electoral bonds to EC

SBI Submits Electoral bonds to EC: নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমা SBI-এর।

SBI Submits Electoral bonds to EC: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মতো মঙ্গলবার নির্বাচনী বন্ড-সম্পর্কিত সমস্ত তথ্য জাতীয় নির্বাচন কমিশনে জমা দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এর আগে রাজনৈতিক দলগুলির বেনামে কেনা এবং নগদ দেওয়া নির্বাচনী বন্ডের বিবরণ প্রকাশের জন্য আগামী ৩০ জুন পর্যন্ত সময় চেয়েছিল এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি। যদিও SBI-এর সেই অনুরোধ খারিজ করে দেয় শীর্ষ আদালত।

Advertisment

এক্স-এ পোস্ট করা একটি বিবৃতিতে SBI-এর তরফে তাঁদের কাছে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমার কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। উল্লেখ্য, সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ SBI-কে ১২ মার্চ ব্যবসায়িক সময় বন্ধ হওয়ার আগে এই বিবরণগুলি সরবরাহ করতে নির্দেশ দেয়। পৃথকভাবে, সেই তথ্য নির্বাচন কমিশনকেও ১৫ মার্চ বিকেল ৫ টার মধ্যে তাঁদের ওয়েবসাইটে প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন- CAA New Rules: লাগবে না পাসপোর্ট বা ভিসা, এই নথিগুলি দেখালেই মিলবে নাগরিকত্ব, পদ্ধতি আরও সহজ করল কেন্দ্র

শীর্ষ আদালত জানিয়েছে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমা করতে আর সময় দেওয়া উচিত নয়। কারণ সব তথ্যই SBI-এর কাছে জমা আছে। এর থেকে এটাই বোঝা যায়, যে তথ্যগুলি সহজেই মেলে। সর্বোচ্চ আদালত SBI-কে ১২ মার্চ ব্যাঙ্কের ব্যবসায়িক সময় শেষ হওয়ার মধ্যে বিশদে সেই তথ্য প্রকাশের নির্দেশ দেয়। এরই পাশাপাশি নির্বাচন কমিশনকে সেই তথ্য আগামী ১৫ মার্চ বিকেল ৫টার মধ্যে তাদের ওয়েবসাইটে দিতে নির্দেশ দিয়েছে।

নির্বাচনী বন্ড সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট আগে তার নির্দেশে বলেছিল, ২০১৯ সালের ১২ এপ্রিল থেকে আজ পর্যন্ত নির্বাচনী বন্ড সম্পর্কিত যা তথ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে আছে তা ৬ মার্চের মধ্যে দিতে হবে। তবে এক্ষেত্রে সব তথ্য জমা দিতে বাড়তি সময় চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেল SBI। যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সেই আবেদন খারিজ করে দিয়েছিল।

supreme court election commission sbi
Advertisment