Advertisment

গুজরাট দাঙ্গা: বিলকিস বানোকে ক্ষতিপূরণ, চাকরি, আশ্রয় দানের সুপ্রিম নির্দেশ

গত পাঁচমাস ধরে বিলকিসকে ক্ষতিপূরণ কেন দেওয়া হল না? তা জানতে চান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিলকিস বানো

গুজরাট পরবর্তী দাঙ্গায় গণধর্ষণের শিকার বিলকিস বানোকে ক্ষতিপূরণ হিসাবে ৫০ লক্ষ টাকা, চাকরি এবংপছন্দের আশ্রয় তুলে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী দু'সপ্তাহের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে গুজরাট সরকারকে। চলতি বছরের এপ্রিলে নিম্ন আদালত গণধর্ষিতা বিলকিসকে ক্ষতিপূরণের আদেশ দিলেও তা কার্ষকর হয়নি। ফলে শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি। সেই মামলার প্রেক্ষিতেই এই রায় দিল দেশের শীর্ষ আদালত।

Advertisment

সোমবার মামলার শুনানিতে বিলকিসকে ক্ষতিপূরণ কেন দেওয়া হল না তা জানতে চান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। জবাবে, গুজরাট সরকারের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ক্ষতিপূরণের বিষয়টি ফের পর্যালোচনা করে দেখা হোক। আদালতে গুজরাট সরকারের এটা আবেদন। চতবে সেই আবেদন নাকচ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বিচারপতি এস বোবদে ও বিচারপতি এসএ নাজিরের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: চিন্ময়ানন্দকাণ্ডে প্রতিবাদ জানিয়ে আটক কংগ্রেস নেতা

আদালত জানায়, 'একবার পরিস্থিতি পর্যালোচনা করেই ক্ষতিপূরণ হিসাবে নগদ টাকা, চাকরি এবং পছন্দের আশ্রয় দেওয়ার কথা বলা হয়েছিল। তাই তা আর নতুন করে তা পর্যালোচনা করে দেখার প্রশ্ন ওঠে না। আগামী দু'সপ্তাহ সময় দেওয়া হল। তার মধ্যেই ক্ষতিপূরণ মিটিয়ে দিতে হবে।' আদালতের নির্দেশ মানা হবে বলে এদিনই মুচলেখা দেন সলিসিটর জেনারেল।

২০০২ সালের ৩ মার্চ গুজরাতে গণধর্ষণের শিকার হন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বিলকিস। তাঁর সামনেই হত্যা করা হয় পরিবারের ১৪ জন সদস্যকে, যার মধ্যে ছিল বিলকিসের সাড়ে তিন বছরের মেয়েও। ধর্ষণ করে খুন করা হয় তাঁর পরিবারের বেশ কয়েকজনকে। সেই থেকে ন্য়ায় বিচারের দাবিতে আইনি লড়াইয়ে সামিল বিলকিস বানো।

Read the full story in English

national news
Advertisment