Advertisment

মোদীর হাতে নয়া সংসদ ভবন উদ্বোধনকে চ্যালেঞ্জ, আর্জি খারিজ করল শীর্ষ আদালত

আগামী ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে চলেছেন

author-image
IE Bangla Web Desk
New Update
new Parliament building inauguration, new Parliament building plea, Supreme Court order on new Parliament building inauguration, new Parliament building inauguration by PM, President Murmu new Parliament building inauguration

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নতুন সংসদ ভবন উদ্বোধনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতির প্রতি বঞ্চনা তার সুবিচার চেয়ে শীর্ষ আদালতে দায়ের করা পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট। সংসদ ভবন উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানায় নি মোদী সরকার। এই ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে ফের একজোট বিরোধীরা। বুধবার কংগ্রেস, তৃণমূল কংগ্রেস (টিএমসি), ডিএমকে এবং আপ-সহ ১৯টি বিরোধী দল একটি যৌথ বিবৃতি জারি করেছে। ২৮মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কট করার সিদ্ধান্ত ঘোষণা করেছে দলগুলো।

Advertisment

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নতুন সংসদ ভবন উদ্বোধন করা উচিৎ তার জন্য লোকসভা সচিবালয়ের নির্দেশনা চেয়ে দায়ের করা একটি আবেদন শুক্রবার সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। আবেদনকারীদের তরফে শীর্ষ আদালতকে জানানো হয় ভারতের ইউনিয়ন রাষ্ট্রপতিকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না জানিয়ে সংবিধানকে 'অপমানিত' করছে কেন্দ্র। তাই এই বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রয়োজন। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এই ধরণের পিটিশন দায়ের করায় আবেদনকারীকে ভর্ৎসনাও করেছে। মামালাকারী আইনজীবীর বক্তব্য ছিল, ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানিয়ে তাঁর 'অপমান' করেছে কেন্দ্রীয় সরকার ও লোকসভার সচিবালয়।

আগামী ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে চলেছেন। কেন ভারতের সাংবিধানিক প্রধানকে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি তা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে বিরোধী দলগুলি। শাসক-বিরোধী শিবিরের প্রবল বিতর্কের মধ্যে শীর্ষ আদালতের এই রায় সামনে এসেছে।

জয়া সুকিনের দায়ের করা আবেদন অনুসারে ১৮ মে লোকসভার সচিবালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছিল এবং লোকসভার সেক্রেটারি জেনারেল যে আমন্ত্রণ জানিয়েছেন উদ্বোধন নিয়ে, তাতে সংবিধানকে উপেক্ষা করা হয়েছে। দেশের প্রথম নাগরিক এবং সংসদের প্রধান হিসেবে রাষ্ট্রপতির ভূমিকাও নিজের আবেদনে ব্যাখ্যা করা হয় এই বিষয়ে সুপ্রিম কোর্ট যাতে হস্তক্ষেপ করে, সেই আবেদন জানিয়েছিলেন তিনি।

আইনজীবী জয়া সুকিনের দায়ের করা জনস্বার্থ মামলায় বলা হয় "রাষ্ট্রপতি হলেন ভারতের প্রথম নাগরিক এবং সংবিধানের প্রধান," সংসদভবন উদবোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না করে তাকে 'অপমানিত' করা হয়েছে । সংবিধানের ৭৯ অনুচ্ছেদের উল্লেখ করে, আবেদনে বলা হয় গণতন্ত্র বাঁচাতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রয়োজন। পাশাপাশি সংবিধানের ৮৭ নং ধারার উল্লেখ করা হয় এই আবেদনে। তবে এদিন শীর্ষ আদালত এই আবেদন খারিজ করে দিয়েছে।

supreme court
Advertisment